শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুচক্রমুক্ত করতে খানপুর হাসপাতালে সেবা মূল্য তালিকা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৬ এএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার

প্রতিনিয়ত বিভিন্ন খাতে নানা বিধ উন্নয়ন সাধন করে চলছে বর্তমান সরকার, এবং সেই উন্নয়নের ছোঁয়া লেগেছে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা ব্যবস্থা সম্পন্ন খানপুর হাসপাতালেও। বর্তমানে এখানে সার্বিক সেবা পাওয়ার ক্ষেত্রে ব্যবস্থাপনা হয়ে উঠেছে আরো সহজ।

যেকোন সেবা পাওয়ার ক্ষেত্রে কোন কুচক্রের হাতে পড়ে অতিরিক্ত অর্থ রুখতে এবং রোগীদের সেবা মূল্য বোঝার সুবিধার্র্থে হাসপাতালের বহি.বিভাগে সকল রোগের চিকিৎসা সেবার মূল্য চার্ট টানিয়ে দেওয়া হয়েছে।

হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক ডা. আবু জাহের এসেই হাসপাতালে কিছু উন্নয়ণমূলক কার্যক্রমের প্রদক্ষেপ গ্রহণ করে। সেই সকল প্রদক্ষেপের একটি অংশ সেবা মূল্যের তালিকা। মোট ৪৮টি ক্ষেত্রের সেবামূল্য তালিকায় প্রকাশ করা হয়।

সেবা মূল্যের তালিকা অনুযায়ী বহিঃবিভাগের টিকেট ১০ টাকা। আন্তঃবিভাগের টিকেট ১৫ টাকা। প্রতিদিন কেবিন ভাড়া ৫২৫ টাকা অপারেশন চার্জ ২০০০ টাকা। ইসিজি বিভাগে আন্তঃবিভাগ বা বহি.বিভাগে ইসিজি খরচ ৮০ টাকা, ইকোকার্ডিওগ্রাম ২০০ টাকা।

 

ব্লাড ব্যাংক বিভাগে ব্লাডগ্রুপিং ক্রসম্যাচিং (সাধারন বিছানায়) ২৫০ টাকা, (কেবিন বহি.বিভাগে) ৫০০ টাকা, ব্লাড গ্রুপিং ১০০ টাকা, ক্রসম্যাচিং ১০০ টাকা।

 

এক্সরে বিভাগে সাইজের অনুযায়ী নরমাল এক্সরে ৫৫-৭০ টাকা, ডিজিটাল এক্সরে সিঙ্গেল ২০০ টাকা ডাবল ৪০০ টাকা। আলট্রাসনোগ্রাম বিভাগে আলট্রাসনোগ্রাম সম্পূর্ন পেট (/) ২২০ টাকা, উপর/তল পেট (/-/) ১১০ টাকা , প্রেগনেন্সী (/) ১১০ টাকা।

 

 

প্যাথলজি বিভাগে ২০টি পরীক্ষা করা হয়। এই বিভাগে ব্লাড সিপি ১৫০ টাকা। বি টি, সি টি, এম পি, পি সি বি, ফ্লিম, এসার, এইচ বি %, পি সি, সি সকল পরীক্ষা প্রতি ৩০ টাকা, স্টুল বা ইউরিন আর/ ২০ টাকা, ব্লাড সুগার ৬০ টাকা, ব্লাড ইউরিয়া ৫০ টাকা, কোলেস্টেরল ইউরিক এসিড ৫০ টাকা, এস জি টি ১০০ টাকা, পি টি ৭০ টাকা, ক্রিয়েটিনিন ৫০ টাকা, ভি ডি আর এল ৫০ টাকা, প্রেগনেন্সি টেস্ট ৮০ টাকা, আর/ টেস্ট ৬০ টাকা, এস টাইটার ১০০ টাকা, সি আর পি ১৫০ টাকা, এস এস এফ ৫০ টাকা, টোটাল প্রোটিন এলবুমিন, এইচ বি ওয়ান সি ৩০০ টাকা, এল পি টেস্ট ৭০-৫০ টাকা। স্টুল, ইউরিন পি এস, পাস সি এস প্রতিটি ২০০ টাকা। গ্রামস স্টেইন, এফ বি , কে এল বি প্রতি পরীক্ষা ৩০ টাকা।

 

ফিজিওথেরাপি বিভাগে টি পরীক্ষা করা হয়। ২৯৫ এমডব্লিউডি ২৫ টাকা, ২৯৬ এসডব্লিউডি ২৫ টাকা, ২৯৭ টিএনএস ২৫ টাকা, ২৯৯ থেরাপিওটিক্স এক্সারসাইজ ৩৫ টাকা ,৩০০ ইএসটি ২৫ টাকা, ৩০১ ইনফারেট রেডিয়েশেন ২৫ টাকা, ৩০৩ ওয়াক্সবাথ ৩৫ টাকা, ৩০৪ আলট্্রাসাউন্ড থেরাপি ৩৫ টাকা, ৩০৫ পেলভিক ট্রাকশন ৫০ টাকা।