বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিশু ধর্ষণ মামলার আসামী রায়হান গ্রেফতার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৮ এএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার

সিদ্ধিরগঞ্জের আদমজী নগরে অবস্থিত র‍্যাব -১১ বাহিনীর অভিযানে নরসিংদী জেলার শিবপুরের চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী রায়হান মিয়া (২২) গ্রেফতার করা হয়েছে।

 

শুক্রবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় র‍্যাব-১১ একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপি ঢাকার উত্তরা মডেল থানার ৮নং রোডের ৬নং সেক্টরে বায়তুন নুর জামে মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত এজাহারনামীয় পলাতক আসামী রায়হান মিয়া শিবপুরের বাহারদিয়া এলাকার আব্দুল বাছেদ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ভিকটিমের দাদা আব্দুল কুদ্দুস বাদী হয়ে গত ২১ এপ্রিল নরসিংদী জেলার শিবপুর থানায় একটি নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী-২০০৩) মামলা দায়ের করেন। যাহার মামলা নং-২৭, তাং-২১/০৪/২০১৯ইং, ধারা-()

 

একই দিন বিকালে র‍্যাব-১১ সদর দপ্তর থেকে সিপিএসসি কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব স্বাক্ষরিত এশটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ জানায়, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ২০ এপ্রিল সন্ধ্যায় রায়হান মিয়া ভিকটিম চার বছরের শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে আড়ালে নিয়ে ধর্ষন করে। ঘটনার সময় শিশুটি চিৎকার করলে শিশুটির দাদীসহ আশেপাশের বাড়ির লোকজন চলে আসলে আসামী রায়হান মিয়া পালিয়ে যায়।

 

পরবর্তীতে শিশুটিকে জিজ্ঞাসা করিলে সে পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়। খবর পেয়ে রাতেই শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সকালে নির্যাতনের শিকার শিশুটিকে ডাক্তারী পরীক্ষা চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে।

 

বর্ণিত ঘটনার প্রেক্ষিতে র‍্যাব-১১ একটি বিশেষ আভিযানিক দল নজরদারী করাসহ উক্ত ঘটনার পলাতক আসামী রায়হান মিয়াকে গ্রেফতার করার লক্ষ্যে বিভিন্ন অভিযান পরিচালনা করে। এরই প্রেক্ষিতে শুক্রবার ভোর সাড়ে টায় ডিএমপি ঢাকার উত্তরা মডেল থানার ৮নং রোডের ৬নং সেক্টরের বায়তুন নুর জামে মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নরসিংদীর শিবপুর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।