রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘শিল্পবাড়িতে’ মাসুম রেজা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫১ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার

টেলিভিশন ধারাবাহিক ‘রঙের মানুষ’ এর চিত্রনাট্যের জন্য বেশ জনপ্রিয়তা পান নাট্যকার মাসুম রেজা। ‘বাপজানের বায়স্কোপ’ চলচ্চিত্রের জন্য তিনি ৪০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ কাহিনীকার এবং শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে নাটক বিভাগে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন এ নাট্যকার।এবার তিনি কথা সাহিত্যিক মনি হায়দারের সঙ্গে হাসি আনন্দ আর বেদনার কথা বলবেন জিটিভির শিল্পবাড়ি অনুষ্ঠানে। 

শিল্প-সাহিত্য সম্পর্কিত একটি প্রচলিত প্রশ্ন হলো, এটা কি দর্পণ যেখানে জীবনের প্রতিফলন দেখা যায়? কিছু অস্পষ্টতা ও বিভ্রান্তি মাঝেমধ্যে নানা বিতর্ক উসকে দিলেও এর উত্তর মোটামুটি হ্যাঁ সূচক। আমরা জীবনে যে ধরনের আবেগ, ভাবনা, নীতি-নৈতিকতার দ্বন্দ, সুখ-দুঃখ ইত্যাদির অভিজ্ঞতা লাভ করি শিল্প-সাহিত্যের  সেই একই ধরনের অনুভূতি জাগিয়ে তোলার ক্ষমতা রয়েছে। তবে জীবন এবং শিল্প-সাহিত্যেও মধ্যে রয়েছে বিস্তর ফারাক।  

জীবন ও শিল্প-সাহিত্যের কোন বিষয়গুলো আলাদা? শিল্প কি মানুষকে এমন কোনো অভিজ্ঞতা দান করে প্রাত্যহিক জীবনে যার কোনো অস্তিত্ব নেই? কিংবা জীবন চলার পথে বিশেষ ভুমিকা পালন করে? শিল্প কি ব্যতিক্রমী কোনো বিষয় যার জ্ঞান ব্যতিক্রমী প্রক্রিয়াতেই মানুষ লাভ করে থাকে? ইত্যাদি নানা বিষয় নিয়ে জিটিভির শিল্প-সাহিত্যের বিশেষ নিয়মিত অনুষ্ঠান ‘দর্জিবাড়ী নিবেদিত ‘শিল্পবাড়ী’। অনুষ্ঠানের প্রতি পর্বে একজন করে কবি-সাহিত্যিক উপস্থিত থেকে আলোচনা করবেন শিল্প-সাহিত্যের বিভিন্ন অজানা দিক নিয়ে। 

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাবি আদিত্য নজরুল। অনুষ্ঠানটির এই পর্বটি জিটিভির পর্দায় প্রচারিত হবে শনিবার রাত ৮টা ৩০মিনিটে।