রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বড় হল ও সিনেপ্লেক্সগুলোতে মুক্তি পাবে ‘আবার বসন্ত’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার

প্রেক্ষাগৃহে প্রদশনীর জন্য চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে অনন্য মামুন পরিচালিত চলচ্চিত্র ‌‘আবার বসন্ত’। গত মঙ্গলবার বিনা কর্তনে  চলচ্চিত্রটির ছাড়পত্র হাতে পান পরিচালক। আসন্ন ঈদুল ফিতুরে ‘আবার বসন্ত’ মুক্তি দেয়া হবে বলে ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন অনন্য মামুন।

তিনি বলেন, প্রথমে দেশের বড় সিনেমা হল ও সিনেপ্লেক্সগুলোতে মুক্তি দিবো ‘আবার বসন্ত’। এরই মধ্যে শুরু হয়েছে হল বুকিংয়ের কাজ।  বলাকা ও চট্টগ্রামের একটি হলে বুকিং হয়েছে। অন্যদের সঙ্গে কথা হচ্ছে। প্রথম সপ্তাহে বড় সিনেমা হল ও সিনেপ্লেক্সগুলোতে মুক্তি পেলেও পরে ছোট হলগুলোতে দর্শক ‘আবার বসন্ত’ দেখতে পাবেন।

‘আবার বসন্ত’ গল্প প্রসঙ্গে মামুন বলেন, ‘আমার এই ছবির মধ্যে আমি একজন বাবার একাকিত্বের গল্প বলার চেষ্টা করেছি। বাবা অনেক আদর করে তাঁর সন্তানকে বড় করেন। একটা সময় সন্তান নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। বাবার তেমন একটা খবর রাখার সময় পায় না। এটা একজন বাবার জন্য অনেক কষ্টের। প্রচণ্ড একা হয়ে পড়েন বাবা, সেই বাবার গল্পটি আমি এই চলচ্চিত্রের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, সবার কাছে ছবিটি ভালো লাগবে।’

‘আবার বসন্ত’ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন গুণী অভিনেতা তারিক আনাম খান এবং এ প্রজন্মের আলোচিত মডেল-অভিনেত্রী অর্চিতা স্পর্শীয়া। এই ছবির মাধ্যমে প্রথমবার দুই প্রজন্মের এই দুই শিল্পীর অসমবয়সী প্রেমের রসায়ন ফুটে উঠবে রুপালি পর্দায়। তারিক আনাম ও স্পর্শীয়া ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতু রাতিশ, মিজান, মনিরা মিঠু, মুকিত জাকারিয়া, আনন্দ খালেদ, নুসরাত পাপিয়া প্রমুখ।

গত ডিসেম্বরে শুরু হয়েছিল ‘আবার বসন্ত’ চলচ্চিত্রটির শুটিং। ‘আবার বসন্ত’ প্রযোজনা করেছে ট্যাম মাল্টিমিডিয়া। ডিজিটাল পার্টনার লাইভ টেকনোলজিস লিমিটেড।