রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

হাসপাতালে এটিএম শামসুজ্জামান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০৫ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার

গুনী অভিনেতা এটিএম শামসুজ্জামান শুক্রবার রাতে হঠাৎ করেই অসুস্থবোধ করলে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অস্ত্রোপচার চলছে। এ তথ্য জানিয়েছেন এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান।

তিনি বলেন, এটিএম শামসুজ্জামান কিছুক্ষণ আগে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। এখন আর কিছু বলতে পারছি না। 

এটিএম শামসুজ্জামান বেশ কিছু দিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ৮৮ বছর বয়সী এ অভিনেতা অসুস্থ হওয়ার পরে আজগর আলী হাসপাতালে অধ্যাপক ডা. রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে রয়েছেন। 

গুনী এই অভিনেতা ১৯৪১ সালের ১০ই সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন ঢাকার পগোজ স্কুল, কলেজিয়েট স্কুল, রাজশাহীর লোকনাথ হাই স্কুলে। এটিএম শামসুজ্জামানের চলচ্চিত্র জীবনের শুরু ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে। তিনি প্রথম কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ‘জলছবি’ চলচ্চিত্রের জন্য। ছবিটির পরিচালক ছিলেন নারায়ণ ঘোষ মিতা। 

শিল্পকলায় অবদানের জন্য এটিএম শামসুজ্জামান ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক। দীর্ঘ ক্যারিয়ারে পাঁচবারেরও বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এ অভিনয়শিল্পী।