থানোসের তুড়িতেই ‘হাওয়া’ হচ্ছে গুগল বিশ্ব
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:১১ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার

মার্ভেল স্টুডিওর মুভি ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ মুক্তি পেয়েছে গতকাল। মুক্তির আগেই ছবিটি নিয়ে দর্শকের আগ্রহের কোন কমতি ছিলো না। আর তাই এবার মুভি পাগলদের আগ্রহের মাত্রা আরো একটি বাড়িয়ে দিলো গুগল।
‘অ্যাভেঞ্জারস ইনফিনিটি ওয়ার’-এ সুপার ভিলেন ছিলো থানোস। যার এক তুড়িতেই সুপার হিরোসহ বিশ্বের অর্ধেক প্রাণী বাতাসে মিলিয়ে যেত। আর এবার থানোসের এই তুড়ির প্রভাব গুগলেও পড়েছে।
সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলে ‘থানোস’ লিখে সার্চ দিলেই সেখানে রত্নখচিত ‘গন্টলেট’ বা হাতমোজার ছবিতে ক্লিক করলেই থানুসের হাত চলে আসে। আর সেই হাতে ক্লিক করলেই দেখা মেলবে আসল ঘটনা, মুহুর্তেই মুছে যায় গুগলের সব কনটেন্ট। তবে এগুলো সবই গুগল করেছে তাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এনিমেশন দিয়ে।
শক্তিশালী এই ইনফিনিটি স্টোনের গন্টলেট দিয়েই থানোস যেমন বিশ্বের অর্ধেক জনসংখ্যা মুছে দিচ্ছে ঠিক তেমনিই এবার গুগলকে হাওয়ায় মিলিয়ে দিচ্ছে থানোস।