রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রমজানে আরবি শেখার সুবর্ণ সুযোগ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার

রমজানে আরবি শেখাবে আযহার ওয়েলফেয়ার।

‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ’ পবিত্র রমজানে ১৫ দিনব্যাপী আরবি ও ইংরেজি ভাষার প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। 

মিসরের আল আযহার বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সম্পন্ন করে আসা আলেমদের নিয়ে গঠিত সেবামূলক সংগঠন হলো ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি’।

মিসরের ঐতিহ্যবাহী আল-আযহার ভাষা কোর্সে’র সিলেবাস অনুযায়ী তৈরি করা বিশেষ সিলেবাসের মাধ্যমে এ ভাষা প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হবে।

এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীরা আবাসিক ও অনাবাসিক যে কোনো সুবিধাই গ্রহণ করতে পারবে। এ কোর্সটি মাদরাসা ছাত্রদের মৌলিক দক্ষতা অর্জনে বিশেষ সহায়ক হবে।

এক নজরে এ ভাষা প্রশিক্ষণ কোর্সের তথ্য-
>> কোর্সের মেয়াদ : ১৫ দিন।
>> কোর্স শুরু : ১ রমজান।
>> কোর্সের স্থান : বাইতুল মামুর জামে মসজিদ ও মাদরাসা কমপ্লেক্স, মিরপুর ১১, ঢাকা।
>> রেজিস্ট্রেশন ও যোগাযোগ : ০১৭১৭৯১৯২১০, ০১৭৭২১৮১৬০৫, ০১৬৪২৩৮২০৪১।