পাঠ্যবইয়ের ভুল সংশোধন এ বছরই: শিক্ষামন্ত্রী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৩০ এএম, ২৮ এপ্রিল ২০১৯ রোববার

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পাঠ্যবইয়ে ভুল প্রতিবছরই হয়েছে। সেসব ভুল চিহ্নিত করা হয়েছে। এ বছর তা সংশোধন করা হবে।
শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার মাসিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, আমরা পাঠ্যবই পুনর্বিবেচনা করেছি, রিভিও করেছি। সমস্যা চিহ্নিত করেছি। সেগুলো সংশোধনে কাজ চলছে।
শিক্ষামন্ত্রী বলেন, এ বছর এসএসসি পরীক্ষ্যা প্রশ্নফাঁস হয়নি। এইচএসসি পরীক্ষাও সুন্দর পরিবেশে হচ্ছে। সবার সহযোগিতায় আগামীতেও সুন্দর শিক্ষা কার্যক্রম উপহার দিতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, নারী ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, ইউএনও কানিজ ফাতেমা, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ।