রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন আগামী ২৭ জুলাই

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১১ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ রোববার

দীর্ঘ সাত বছর পর চূড়ান্ত হলো বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনের তারিখ। এতো দিন মামলা ও বিভিন্ন জটিলতায় সংগঠনটির নির্বাচন স্থগিত ছিলো। অবশেষে শনিবার ঘোষণা করা হয়েছে নির্বাচনের তফসিল। তফসিল অনুযায়ী চলতি বছরের ২৭ জুলাই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।এ খবরটি নিশ্চিত করেছেন সমিতির অফিসের দায়িত্বে থাকা সৌমেন রায় বাবু।

সৌমেন রায় জানান, আজ বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সদস্যদের নিয়ে গঠিত নির্বাচন কমিটি এই তফসিল ঘোষণা করেছেন।

প্রযোজক নেতা নাসির উদ্দিন দিলু এ তথ্যটি নিশ্চিত করে বলেন, মামলার কারণে দীর্ঘদিন প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এবার তারিখ ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাধ্যমে সব ধরনের জটিলতা কেটে গেলো।

২০১৬ সালে প্রযোজক নাসির হোসেনের করা রিটের কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়। পরপর তিনবার কেউ নির্বাচনে দাঁড়াতে পারবেন না।এফবিসিসিআই’র অধীন সংগঠনের এমন নির্বাচনী রীতির খেলাপ করা হয়েছে মর্মে নাসির হোসেন বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে আদালত তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করেছিলেন।এরপর এখন পর্যন্ত সেই স্থগিতাদেশের জেরে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

এর আগে ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মামলার কারণে নির্বাচন সাময়িকভাবে বন্ধ করা হয়েছিলো। এরপর সে বছর ২৯ অক্টোবর দুই দলই চলচ্চিত্রের স্বার্থে এক হয়ে এই আহবায়ক কমিটি গঠন করেছিল। নাসিরুদ্দিন দিলুকে আহবায়ক করে ২২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।