শঙ্কামুক্ত এটিএম শামসুজ্জামান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:১৭ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ রোববার
গুণী অভিনেতা এটিএম শামসুজ্জামানের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। এই মুহূর্তে তার জীবনের কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এটিএম শামসুজ্জামানের সর্বশেষ অবস্থা সম্পর্কে এমনটাই জানান তার ছোট ভাই সালেহ জামান সেলিম।
তিনি জানান, চিকিৎসকের পরামর্শে এটিএম শামসুজ্জামানকে আগামীকাল সকাল পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে। এরপর বেডে স্থানান্তরিত করা হবে। তবে হাসপাতালে থাকতে হবে আরো কমপক্ষে পাঁচদিন।
এর আগে শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করেন এটিএম শামসুজ্জামান। হঠাৎই তার মল-মূত্র বন্ধ হয়ে যায়। শুরু হয় শ্বাসকষ্ট।
এদিন রাত এগারোটার দিকে রাজধানী গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে শনিবার দুপুর দেড়টা থেকে শুরু হয় অস্ত্রোপচার, যা শেষ হয় বিকেল সাড়ে চারটা নাগাদ।
গুনী এই অভিনেতা ১৯৪১ সালের ১০ই সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন ঢাকার পগোজ স্কুল, কলেজিয়েট স্কুল, রাজশাহীর লোকনাথ হাই স্কুলে।
এটিএম শামসুজ্জামানের চলচ্চিত্র জীবনের শুরু ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে। তিনি প্রথম কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ‘জলছবি’ চলচ্চিত্রের জন্য। ছবিটির পরিচালক ছিলেন নারায়ণ ঘোষ মিতা।
শিল্পকলায় অবদানের জন্য এটিএম শামসুজ্জামান ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক। দীর্ঘ ক্যারিয়ারে পাঁচবারেরও বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এ অভিনয়শিল্পী।