রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশের হৃদয় পৃথিবীর চেয়ে বড় : ফারুক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০৮ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ রোববার

সিনেমার পৃথিবী এক, এফডিসি না। বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু এর হৃদয় পৃথিবীর চেয়ে বড়। শনিবার সন্ধ্যায় নতুন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিনেবাজ’র অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক একথা বলেন।

তিনি বলেন, চলচ্চিত্র, নাটক যাই বলেন না কেন আমাদের বড় শত্রু বর্ডার। আমরা যারা আর্টকালচারের মানুষ তাদের কোনো দেশ হতে পারে না। হলিউড পারলে আমরা পারবো না কেন? তারা কি পৃথিবীর বাহিরের মানুষ। তারা পারলে আমরাও পারবো।

ফারুক বলেন, আজকে চলচ্চিত্রের অবস্থা ভালো না। এই সময়ে সিনেবাজের কয়েকজন মানুষ সুন্দর মন নিয়ে যে উদ্যোগ নিয়েছে সত্যি তা প্রশংসনীয়। আমার হৃদয় থেকে সিনেবাজকে ভালোবাসা দিলাম। এই প্রতিষ্ঠান কে আমি বলবো বঙ্গবন্ধুকে নিয়ে একটি ফিল্ম নির্মান করেন। 

রাজনীতির চেয়ার থাকে আর চলচ্চিত্রের হৃদয় থাকে। আজকে চেয়ার আছে কাল নাও থাকতে পারে, কিন্তু চলচ্চিত্র হৃদয়ে গেথে আছে এটা চিরকাল থাকবে।

মিয়াভাই খ্যাত এ নায়ক  বলেন, ছবির মতো ছবি বানালে মানুষ দেখতে বাধ্য। বড় বড় কথা নয় সিনেমা বানাতে হবে। একটি জীবনের ইতিহাস নিয়েই একটি সিনেমা বানানো যায়। একজন নির্মাতাকে বলবো আপনি যদি মেকার হয়ে থাকেন একটি ভালো গল্পের ছবি বানিয়ে দেখান।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল আয়োজিত এ অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনাক ইলিয়াস কাঞ্চন, সিনেবাজের  প্রধান নির্বাহী জোসনা ইসলাম, স্বাধীন খশরু, নির্মাতা ইফতেখার চৌধুরী, রোমিম রায়হান, চিত্রনায়ক রোশান, বাপ্পি চৌধুরী, চিত্রনায়িকা জলি, নির্মাতা বুলবুল বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস সহ চলচ্চিত্রাঙ্গনের মানুষেরা।