মস্তিষ্ক ও ফুসফুসের অবস্থা ভালো না সুবীর নন্দীর
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১১ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ রোববার
একুশে পদক প্রাপ্ত সঙ্গীতশিল্পী সুবীর নন্দী পহেলা বৈশাখের রাতে হৃদরোগ আক্রান্ত হলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। এরপর থেকেই সেখানে লাইফ সাপোর্টে রয়েছেন দেশ বরেণ্য এই শিল্পী । তার মস্তিষ্কের অবস্থা খুব একটা ভালো না। এছাড়াও ফুসফুসের প্রদাহ নিয়ে ঝুঁকি রয়েছে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুই সপ্তাহেরও বেশি সময় ধরে সুবীব নন্দী লাইফ সাপোর্টে রয়েছে। তিনি বর্তমানে (সিএমএইচ)-এ ব্রিগেডিয়ার জেনারেল ডা. তৌফিক এলাহির তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন। সিএমএইচের পাশাপাশি সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছেন বলে জানান সামন্ত লাল সেন।
তিনি বলেন, সুবীরের মস্তিষ্কের সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ফুসফুসের প্রদাহ মোটেও ভালো না। শনিবার তাকে এক ব্যাগ রক্ত দেয়া হয়েছে। সিঙ্গাপুর হাসপাতালেও চিকিৎসার যাবতীয় প্রতিবেদন পাঠানো হয়েছে। সব মিলিয়ে এটা বলতে হয়, তার শারীরিক অবস্থা মোটেও ভালো না।
জানা গেছে, সুবীর নন্দী দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছেন। তার হার্টে বাইপাস অপারেশন হয়েছে। কিডনির সমস্যাও রয়েছে।
দীর্ঘ ক্যারিয়ারে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন সুবীর নন্দী । স্বীকৃতি স্বরূপ পেয়েছেন পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদক।