রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিন নির্বাচন আজ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৩ এএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অভ্যন্তরীণ অনুষদসমূহের ডিন নির্বাচন সোমবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই নির্বাচন হবে। ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ২৭(৫) ধারা অনুযায়ী অধ্যাপক/সহযোগী অধ্যাপকদের মধ্য থেকে অধ্যাদেশের (২য় খ-) ১৮ নং অধ্যায়ে বর্ণিত পদ্ধতি অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হবে। 

জানা যায়, ভোটদান শেষ হওয়ার অব্যবহিত পরে ভোট গণনার পর ফল ঘোষণা করা হবে। উপাচার্যের প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এই নির্বাচন পরিচালনা করবেন।