রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

এসএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু ৩০ এপ্রিল

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৮ এএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার

২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ ৩০ এপ্রিল থেকে শুরু করছে ঢাকা মধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত বোর্ড থেকে এসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। রোববার ঢাকা বোর্ড প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

৩০ এপ্রিল ঢাকা মহানগর, ঢাকা জেলা ও মুন্সীগঞ্জের; ২ মে নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, রাজবাড়ী জেলার; ৩ মে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর গোপালগঞ্জ জেলার এবং ৬ মে নরসিংদী, মানিকগঞ্জ ও গাজীপুর জেলার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। বোর্ডের বিদ্যালয় শাখা থেকে এসব পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে।

রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহে প্রতিষ্ঠানগুলোকে বোর্ড বরাবর আবেদন করতে বলা হয়েছে। আবেদনের সঙ্গে একাডেমিক স্বীকৃতি নবায়ন, বিভাগ, শাখা ও বিষয় খোলার অনুমতিপত্র বোর্ডে জমা দিতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের। এছাড়া রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহে বোর্ডের পুরাতন অডিটোরিয়াম কক্ষে শিক্ষা প্রতিষ্ঠান প্রতি ২৩০ টাকা স্কাউট ফি জমা দিতে হবে। 

এছাড়া রোজিস্ট্রেশন কার্ডে কোন ভুল থাকলে তা সংশোধনে তিন দিনের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করা না হলে এর দায় প্রতিষ্ঠান প্রধানদের বহন করতে হবে।