রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

হ্যাবিট্যাট ফিল্ম ফেস্টিভ্যালে শুভর সিনেমা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২৯ এএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার

ঢালিউডের বর্তমান সময়ের শীর্ষ নায়কদের একজন আরেফিন শুভ। অনেক কাঠ-খড় পুড়িয়ে আজ এই অবস্থানে শুভ। মডেলিং দিয়ে যাত্রা শুরু করে পরবর্তীতে টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। এরপর বেশ কিছু ছবিতে অভিনয় করে প্রশংসিত হন শুভ। যার ফলে শুধু এই বাংলাতেই নয় ওপার বাংলাতেও চাহিদা বেড়েছে শুভর। গেল ২২ ফেব্রুয়ারি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায় শুভ অভিনীত ছবি 'আহারে'। মুক্তির দশম সপ্তাহে এসে ১৪তম হ্যাবিট্যাট ফিল্ম ফেস্টিভ্যালে ডোমেস্টিক প্রিমিয়ার হবে ছবিটি।

পরিচালক রঞ্জন ঘোষ বলেন, ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টর আয়োজিত এই ফেস্টিভ্যাল এ দেশে একটি অগ্রগণ্য ফিল্ম উৎসব হিসেবে স্বীকৃত। ছবিটি নির্বাচিত হয়েছে বলে প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্তও খুশি।

এই ছবিতে দুই রাঁধুনির গল্পকে ফ্রেমবন্দি করেছেন রঞ্জন। ‘ভাবনা আজ ও কাল’-এর প্রযোজনায় আরফিন শুভ সঙ্গে এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । এর আগে এই জুটিকে দেখা গেছে চিত্রনায়ক আলমগীরের  'একটি সিনেমার গল্প' ছবিতে। 

এদিকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের নির্মিত বিখ্যাত চরিত্র ‘অপু’ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন শুভ। কলকাতার পরিচালক শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় এ ছবিটি প্রযোজনা করবেন বলিউড প্রযোজক মধুর ভান্ডারকর। নতুন এ ছবিটির নাম ‘অভিযাত্রিক- দ্য ওয়ান্ডারলাস্ট অব অপু’। 

এছাড়াও আরেফিন শুভ  বর্তমানে মৃত্যুপুরী, জ্যাম, সাপলুডু ও মিশন এক্সট্রিমের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।