শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

গরমে অতিষ্ঠ রাবি শিক্ষার্থীদের লুঙ্গি মিছিল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার

চলমান তাপদাহে সারা দেশের জনজীবন বিপর্যস্থ। যার প্রভাব পড়েছে রাজশাহীতেও। সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। তাই সোমবার দুপুরে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে লুঙ্গি মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে লুঙ্গি পরে শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা ‘গরমের সঙ্গী, আমাদের লুঙ্গি’ স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা জানান, গরমের জ্বালায় কোথাও টিকতে পারছি না। হলের ট্যাপের পানিতে তো হাতই দেয়া যাচ্ছে না। গোসল করেও স্বস্তি পারছি না। ক্লাসে ও রুমে কোথাও শান্তি নেই। সব মিলিয়ে দুর্ভোগের মধ্য দিয়ে দিন যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা আরো বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।