এই ছবির জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছি : শুভ
বিনোদন ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার
‘ঢাকা অ্যাটাক’ দিয়ে দর্শক মাতিয়েছিলেন ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ। সেই ছবির আদলে এবার নির্মিত হচ্ছে ‘মিশন এক্সট্রিম’। এখানেও একজন চৌকষ অফিসার হিসেবে বেশ কিছু কমান্ডো অপারেশনে দেখা যাবে তাকে।
অনেকটা গোপনেই ছবিটির শুটিং হয়ে গেল। বাকী আছে কেবল গানের দৃশ্যায়ন। এ ছবির বিস্তারিত জানাতে আজ সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক, নির্মাতা ও কলাকুশলীরা।
সেখানে সাংবাদিকদের উদ্দেশ্যে ছবির নায়ক শুভ বলেন, ‘এখন পর্যন্ত যে কয়টি ছবিতে কাজ করেছি তারমধ্যে সবচেয়ে বেশি শারীরিক পরিশ্রম করতে হয়েছে ‘মিশন এক্সটিম’র জন্য। দীর্ঘদিন ধরে নিজেকে তৈরি করতে হয়েছে। যারা ‘ঢাকা অ্যাটাক’ দেখে বিনোদন পেয়েছিলেন তারা এই ছবিটি দেখে আরও বেশি মুগ্ধ হবেন।’
তিনি আরও বলেন, ‘ছবিটি কতোটা সাফল্য পাবে সেটা দর্শকের হাতে। তবে একজন শিল্পী হিসেবে সর্বোচ্চ চেষ্টার যে জায়গাটি সেখানে আমি তৃপ্ত। নিজেকে উজার করে দিয়ে কাজ করেছি। শুধু আমি নই, এই ছবির পুরো টিম অনেক ডেডিকেট ছিলো ভালো কাজের জন্য।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির দুই পরিচালক বাংলাদেশ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ, ছবির দুই নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা। আরও ছিলেন তাসকিন রহমান, মনোজ, সুমিতসহ অনেকেই।
ছবিটি নিয়ে পরিচালক সানী সানোয়ার বলেন, ‘আমরা ছবির প্রতি পূর্ণ মনযোগ রাখতে চেয়েছি। সেজন্য টানা শুটিং করেছি। আমাদের লক্ষ্য ছিল এপ্রিলের মধ্যে ছবির দৃশ্যধারণ শেষ করা। সেই অনুযায়ী কাজ হয়েছে। আর একটু শুটিং বাকি। সেটি হবে দেশের বাইরে। মধ্যপ্রাচ্যের কোনও একটি দেশে এটি হবে।’
মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ঐশী এই ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক করতে যাচ্ছেন। তিনি এ ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘এই ছবিটি আমার জন্য একটি দারুণ সুযোগ। ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই একটি ভালো প্রযোজনা প্রতিষ্ঠান, বিগ বাজেট, ভালো গল্প ও গুণী সব তারকাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি। পরিচালক সানী সানোয়ার ভাইকে ধন্যবাদ আমাকে এই ছবিতে বাছাই করার জন্য।’
প্রসঙ্গত, যৌথ পরিচালনার পাশাপাশি এই ছবির চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। এতে বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, এবিএম সুমন, শামস সুমন প্রমুখ।
ছবিটি চলতি বছরেই সারাদেশের সিনেমা হলে মুক্তি পাবে।