৪ বছর পর মঞ্চে আসছে ‘ভাগের মানুষ’
বিনোদন ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:০২ পিএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার
দীর্ঘ প্রায় ৪ বছর পর মঞ্চস্থ হতে যাচ্ছে সময় নাট্যদলের জনপ্রিয় নাটক ‘ভাগের মানুষ’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির ১৮০তম প্রদর্শনী হতে যাচ্ছে মঙ্গলবার সন্ধ্যা ৭টায়।
পাকিস্তানের লেখক সা’দত হাসান মান্টো’র ছোট গল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ‘ভাগের মানুষ’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন আলী যাকের।
সময় এর ২৬তম প্রযোজনাটি ১৯৯৭ সালের ২৫ ডিসেম্বর প্রথম মঞ্চে আসে। দীর্ঘ ২২ বছরে দেশে-বিদেশে নাটকটির প্রদর্শণী করে আসছে দলটি।
ভাগের মানুষ নাটকে ১৯৪৭ সালে দেশ বিভাগের কয়েক বছর পরের ঘটনাকে তুলে ধরা হয়েছে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা যেমন কমেনি, তেমনি সাম্প্রদায়িক বিষবাষ্পের তেজও নিভে যায়নি।
ভৌগোলিক সীমাবদ্ধতায় মানুষকে বেঁধে ফেলে এক ধরনের নাগরিক স্বস্তি দেওয়ার প্রয়াস শুরু হয়েছে মাত্র, অথচ হতাশা, ক্ষোভ, যন্ত্রণা, প্রিয়জন হারানোর বেদনা তখনো জ্বলজ্বল করছে মানুষের বুকে।
মানুষের ভালোবাসা, বন্ধুত্ব, প্রেমকে দ্বিখণ্ডিত করে উপমহাদেশের এই মাটিতে রচিত হয় পাকিস্তান ও ভারত নামের দুটি রাষ্ট্র। অথচ দেশভাগ মানেই তো মানুষের ভাগ, মানচিত্রের ভাগ, ভূগোলের ভাগ।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- পাভেল ইসলাম, আকতারুজ্জামান, রেজাউর রহমান রিজন, ফখরুল ইসলাম মিঠু, মানসুরা রশীদ লাভলী, মাহমুদুল আলম, তোফায়েল সরকার, সুনিতা বড়ুয়া, মাকসুদুল বারী টিপু, আনোয়ার, মৌসুমী, সানী, মাসুম প্রমুখ।