গুজবের শিকার হয়ে ভোট দিতে পারলেন না দীপিকা
বিনোদন ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:২৪ পিএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার
বলিউডে বইছে নির্বাচনী হাওয়া। ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ পর্বের ভোট গ্রহণ শুরু হয়েছে সোমবার (২৯ এপ্রিল)। ৯টি রাজ্যের প্রায় ১২ কোটি মানুষ ভোট দেবেন এই নির্বাচনে।
সাধারণ মানুষদের মতো ভোট দিচ্ছেন মুম্বাইয়ে বসবাসকারী বলিউড তারকারা। তারাও নিজের পছন্দের প্রার্থীকে সংসদে পাঠাতে রায় দিচ্ছেন ভোটের বাক্সে। আজ সকাল থেকেই ভোট দিয়েছেন আমির খান, প্রিয়াংকা চোপড়া, সোনালি বেন্দ্রে, মাধুরী দীক্ষিতসহ আরো অনেকেই।
কিন্তু কে বা কারা এই ভোট দেয়া থেকে নিরুৎসাহিত করার চেষ্টা করেছেন বলিউডের গ্ল্যামার গার্ল দীপিকা পাডুকোনকে।
জানা গেছে, একদল ইন্টারনেট ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার করেছে জন্মসূত্রে ডেনমার্কে জন্মগ্রহণ করার ফলে দীপিকা ডেনমার্কের পাসপোর্টধারী নাগরিক। আর সে কারণেই তিনি ভোট দেয়ার জন্য উপযুক্ত নন। সেজন্য তার ভোটারের তালিকায় নেই তার নাম।
গুজবের শিকার হয়ে বেজায় চটেছেন দীপিকা। ব্যক্তিগত টুইটারে তিনি সে গুজবের জবাব দেন। দীপিকা জানান, ‘আমার ডেনমার্কে জন্ম হয়েছিলো এটা সত্যি। কিন্তু আমি একজন গর্বিত ভারতীয় নাগরিক। আমাদের দেশের প্রতি আমার পূর্ণ সম্মান ও আস্থা রয়েছে।
আর সে সূত্রে দেশের সকল নাগরিক কর্তব্যের প্রতিও আমি সচেতন। তাই আমি আমার ভোটের অধিকার পাওয়ার যোগ্য।’
দীপিকা সম্প্রতি কাজ শুরু করেছেন এসিড দগ্ধ নারীর জীবনি নিয়ে নির্মিত ছবি চপক এর জন্য। ছবিটিতে একজন এসিড দগ্ধ নারীর ভূমিকায় দেখা মিলবে তার।