সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

মোবাইল ফেরত দিলেই পাবেন ৪ লাখ টাকা!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৫ পিএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার

আজকের দিনে স্মার্টফোন হারিয়ে যাওয়া খুবই সাধারণ বিষয় হয়ে গেছে। আর এই ফোন হারানোর দলে শুধু সাধারণ মানুষ নন, রয়েছে মোবাইল কোম্পানিগুলোও। কয়েক বছর আগে বিখ্যাত অ্যাপল কোম্পানিও একটি প্রোটোটাইপ আইফোন ফোর হারিয়ে ফেলে বেশ চাপে পড়ে গিয়েছিল।

মোবাইলের দুনিয়ায় নতুন আসা গুগলের একটি গুগল পিক্সল ৩ এক্স এল ফোন বছর খানেক আগে পাওয়া গিয়েছিল একটি ট্যাক্সির পিছনের সিটে।

এবার জার্মানিতে ফোন হারিয়েছে অনার কোম্পানিও। তবে ফোন হারানোর পর চুপ করে বসে না থেকে ওই কোম্পানির পক্ষ থেকে টুইট করা হয়েছে। কেউ এই ফোন ফিরিয়ে দিলে তাকে কোম্পানি দিয়ে চার লাখ টাকা দেয়া হবে।

অনারের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে করা ওই পোস্টে আরো উল্লেখ করা হয়েছে, হারানো ফোনটি কোম্পানিকে ফিরিয়ে দিলে তাকে চারলাখ টাকা দেয়া হবে।

আগামী ২১ মে যুক্তরাজ্যে টোয়েন্টি সিরিজের একটি ফোন বাজারে আনার কথা অনার কোম্পানির। সাধারণত নতুন ফোন বাজারে আসার আগে সেটি পরীক্ষা করার জন্য কর্মীদের ওই প্রোটোটাইপ ফোন ব্যবহার করতে দেয় কোম্পানিগুলো। তবে ফোনগুলো কভারের মধ্যে ঢুকিয়ে ব্যবহার করার ফলে সাধারণ মানুষ তা বুঝতে পারেন না।