টাকা না দিলে জিপির কল ব্লক এনওসি বন্ধ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০২ এএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে আরো কঠোর হচ্ছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অডিট হিসাবে গ্রামীণফোনের কাছে পাওনা ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা আদায়ে প্রয়োজনে অপারেটরটির এনওসি বন্ধ, কল ব্লক এমনকি লাইসেন্সের বিষয়ে শোকজ করা হতে পারে।
সোমবার বিটিআরসির সম্মেলন কক্ষে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) এর সদস্যদের সঙ্গে বৈঠকে সংস্থাটির চেয়ারম্যান জহুরুল হক এসব কথা জানান।
এসময় তিনি বলেন, গ্রামীণফোনের অডিট একযুগের সমস্যা, প্রথমে ৩ হাজার ৩৪ কোটি টাকা ছিল, আবার অডিট হল। সেই অডিটে ১৩ হাজার কোটি টাকা দাঁড়িয়েছে। দৈনিক এটা বাড়ছে। নিরীক্ষকরা দুই পক্ষের কথাই শুনেছেন। গ্রামীণফোন বলতে পারবে না যে তাদের কথা শোনা হয়নি। যখন হেরে যায়, তখন সবাই বলে ‘আমার কথা তো শুনলো না’।
তিনি বলেন, তাদের (গ্রামীণফোনের) যথেষ্ট সময় দেয়া হয়েছে। এরপর অডিট ফাইনাল হওয়ার পর এক বছর সময় চলে গেছে। তারা বিভিন্ন সময় এই-সেই ব্যাখ্যা দেয় কিন্তু টাকা দিতে চায় না। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে যে আইন অনুয়ায়ী যা হওয়ার তাই হবে।
কত দিনের মধ্যে এ টাকা আদায় সম্ভব হবে- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, টাকা গ্রামীণফোনকে দিতেই হবে। যত দেরি করবে তত ইন্টারেস্ট বাড়বে। ওরা হয়ত কোর্টে যাবে, কোর্টের নির্দেশ মানতে হবে। মাফ করার ক্ষমতা বিটিআরসির নেই।
মোবাইল অপারেটরদের ‘দেশের সম্পদ’ অভিহিত করে বিটিআরসি প্রধান বলেন, সব কিছু হতে হবে আইন অনুযায়ী, গ্রামীণফোনের সঙ্গে বেআইনি কোন আচরণ করা হচ্ছেনা। হাইকোর্ট তো কখনও বলেনি বিটিআরসি আইন অনুযায়ী কাজ করেনি। বিটিআরসি যে টাকা পায় তা সরকারকে দেয়। বিটিআরসির কোনো লাভ নেই, স্বার্থ নেই।
বিটিআরসির সম্মেলন কক্ষে টিআরএনবির সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার খান শিপুর সঞ্চালনায় বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মুজিব মাসুদ। এসময় সাংগঠনিক সম্পাদক শাহিদ বাপ্পীসহ টিআরএনবির কার্যনির্বাহী কমিটি ও এর সদস্যরা বৈঠকে ছিলেন।