চমকে দিলো মটোরলার ফোল্ডেবল ফোন!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২৪ এএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ফোল্ডেবল ফোন বাজারে এনে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো নিজেদের ‘সেরা সামর্থ’ প্রকাশ করছে। মটোরলাও এর বাইরে নয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন মডেল মটোরলা রেজার ভি-৪ এর মাধ্যমে এককালের জনপ্রিয় রেজার ফ্লিপ ফোন ফিরিয়ে আনা হবে। ডিভািইসটি আগের মতোই ভেতরের দিকে উপর নিচে ভাঁজ করা যাবে।
তবে মটোরলা অফিসিয়ালভাবে ডিভাইসটির কোনো ছবি বা তথ্য প্রকাশ করেনি। এর আগেই প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্ল্যাশলিকে ফোনটির ছবি ফাঁস করেছে। জানা যায়, ডিভাইসের ডিসপ্লের উপরের অংশে বর্তমান ট্রেন্ড নচ থাকবে। নচের অংশে কোনো ক্যামেরা দেয়া হয়নি। তাই সেলফি তুলতে চাইলে নির্ভর করতে হবে সেকেন্ডারি ডিসপ্লের ওপর।
ফোনটিতে থাকবে ৬ দশমিক ২ ইঞ্চির ডিসপ্লে। রেজুলেশন হবে ৮৭৬ বাই ২১৪২ পিক্সেল। প্রসেসর হিসেবে এতে থাকবে স্ন্যাপড্রাগন ৭১০। ফোনটি ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে বাজারে আসবে। ব্যাকআপ সুবিধা দিতে থাকতে পারে ২৭৩০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা ২৭ ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট করবে।