সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

একবছরে পাবজির আয় ৯২ কোটি ডলার!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৫ এএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

গতবছর পাবজি কর্পোরেশন প্লেয়ার আননোন ব্যাটেল গ্রাউন্ড গেমটির মাধ্যমে ৯২ কোটি ডলার আয় করেছে। এরমধ্যে লাভ হয়েছে ৩০ কোটি ১০ লাখ ডলার। খবর টেক।

ভিডিও গেইম ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞ ড্যানিয়াল আহমাদ বলেন, গেমটি পিসি সংস্করণের মাধ্যমে আয় করেছে ৭৯ কোটি ডলার, মোবাইল সংস্করণে সাড়ে ৬ কোটি ও কনসোল থেকে ৬ কোটি ডলার আয়ে করেছে।

মোবাইল সংস্করণের চেয়ে পিসির আয়ের পরিমাণ বেশি হওয়ায় অবাক হচ্ছেন অনেকেই। তবে ড্যানিয়েল এর কারণও জানিয়েছেন, পাবজির মোবাইল সংস্করণটি তৈরি করে বাজারে ছেড়েছে টেনসেন্ট, পাবজি কর্পোরেশন নয়। তাই শুধু বার্ষিক লাইসেন্স ফি ও টেনসেন্টের আয়ের ভাগ পায় পাবজি করর্পোরেশন। এছাড়া চীন সরকার গেমটির মোবাইল সংস্করণ আনার অনুমতি দেয়নি। 

পাবজি মুক্তি পায় ২০১৭ সালের ২৩ মার্চ। সার্ভাইভাল ঘরানার গেইমটিতে সম্পূর্ণ খালি হাতে অন্যান্য গেমারদের সঙ্গে একটি এলাকায় ছেড়ে দেয়া হয় গেমারকে। এরপর এলাকায় থাকা অস্ত্র ও অন্যান্য জিনিসপত্র কাজে লাগিয়ে সবার মধ্যে টিকে থাকার মাধ্যমেই একেকটি ম্যাচ এগিয়ে চলে। শেষ পর্যন্ত জীবিত থাকা একজনই সেই ম্যাচের বিজয়ী হয়।