মঙ্গলবার   ০৬ মে ২০২৫   বৈশাখ ২২ ১৪৩২   ০৮ জ্বিলকদ ১৪৪৬

স্মার্টফোনে ১০০ ম্যাগাপিক্সেল ক্যামেরা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৮ এএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

স্মার্টফোনে কোন কোম্পানী কত উন্নত ক্যামেরা ব্যবহার করেছে তা নিয়ে সবসময় আলোচনা লেগেই থাকে। ১২ থেকে ২০, ২০ থেকে ৪৮ ম্যাগাপিক্সেল পর্যন্ত ব্যবহার হচ্ছে। সম্প্রতি ঘোষণা এল, স্মার্টফোনে ব্যবহার হবে ১০০ মেগাপিক্সেলের ক্যামেরা!

খবরটি অনেককেই চমকে দিতে পারে, কিন্তু বিষয়টি প্রশ্নবিদ্ধও বটে! আসলেও কি স্মার্টফোনে ১০০ মেগাপিক্সেল ক্যামেরা সম্ভব? বর্তমান স্মার্টফোনের কাঠামো আর মৌলিক পরিবর্তন করা প্রায় অসম্ভব বলেই মনে করা হয়। তাই এখন স্মার্টফোনের কোনো ক্ষেত্রে উন্নয়নের আগে পূর্বের কাঠামোকে ঠিক রেখেই চিন্তা করতে হয়। আরো ভালো ক্যামেরা দেয়ার ক্ষেত্রে কাঠামোগত অন্তরায় হয়ে দাঁড়ায় স্মার্টফোনের পুরুত্ব। কারণ, ১২ মেগাপিক্সেল ক্যামেরা সেটাপ করতেই ফোনের পেছনে দেখতে হয় বিশাল ক্যামেরা বাম্প। তাই ধারণা করা হয়, ১০০ মেগাপিক্সেলের ক্যামেরা যে বিশাল বাম্প সৃষ্টি করবে সেটি হবে দৃষ্টিকটু ও বাস্তবতা বিবর্জিত।

স্মার্টফোন ১০০ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার সম্ভব, যদি কেবল সেন্সরে পিক্সেলকে ছোট করে দেয়া যায়। এই প্রযুক্তিকে পিক্সেল বাইনিং বলে। এই প্রযুক্তিতে ক্যামেরা সেন্সরে বড় পিক্সেল ব্যবহার না করে ছোট ছোট অনেকগুলো পিক্সেল ব্যবহার করা হয়। ১০০ মেগাপিক্সেল ক্যামেরা সেটাপ করতে হলে পিক্সেলের সাইজকে নামিয়ে আনতে হবে ০.৩ বা ০.৪ মাইক্রনে।