কম দামেই বাহারি বাইক!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৩৯ এএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

চাইনিজ মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। মোবাইল ফোন তৈরিতেই যত খ্যাতি প্রতিষ্ঠানটির। শুধু ফোন নয়, স্মার্ট টিভি, ফোনের নানা অ্যাকসেসরিজ, এয়ার পিউরিফায়ারের মতো অন্যান্য সামগ্রীও বিক্রি করছে শাওমি।
এবার সেই তালিকায় স্থান করে নিয়েছে কম দামের ইলেকট্রিক বাইকও। ছবিতে শাওমির বাহারি বাইকের ছবি ও বর্ণনা দেয়া হলো-
বর্তমানে বাহারী বিভিন্ন ইলেকট্রিক বাইক চীনের বাজারে ছেড়েছে শাওমি। এদের মধ্যে হিমো টি ওয়ান একটি। চাহিদার দিকে নজর রেখে বাইকটি ভারতের বাজারেও আনা হতে পারে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে হিমো ভি ওয়ান ও হিমো সি ২০ ফোল্ডিং নামে আরো দুটি বাইক বাজারে নিয়ে এসেছিল শাওমি। ভারতীয় মুদ্রায় হিমো টি ওয়ানের দাম প্রায় ৩১ হাজার টাকা। লাল, ধূসর এবং সাদা- এই তিনটি রঙে পাওয়া যাবে বাইকটি।
হিমো টি ওয়ান বাইকটিতে ১৪০০০ এমএএইচ এবং ২৮০০০ হাজার এমএএইচ ব্যাটারিযুক্ত করা হয়েছে। ১৪ হাজার এমএএইচ-এ ৬০ কিলোমিটার এবং ২৮ হাজার এমএএইচ-এ ১২০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। এর ওজন ৫৩ কেজি। সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ২৫ কিলোমিটার।
এই ইলেকট্রিক বাইকটিতে ফ্রন্ট সাসপেনশন ফর্ক, ডুয়েল কয়েলওভার রিয়ার সাসপেনশন, রিয়ার সাইড ড্রাম ব্রেক এবং ফ্রন্ট সাইড হাইড্রোলিক ডিস্ক ব্রেক যুক্ত করা হয়েছে।