সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

সাইবার হামলার আশঙ্কায় অ্যাপ সরালো গুগল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৯ এএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ভাইরাস বা ম্যালওয়্যার ছড়ানোর অভিযোগে প্লে স্টোর থেকে ১০০ অ্যাপস সরিয়েছে ইন্টারনেট জায়ান্ট গুগল। সবগুলো অ্যাপসই ছিল চীনা ডেভেলপারদের তৈরি।

গুগল এক বিবৃতিতে জানায়, ১০০ অ্যাপের বেশিরভাগই চীনের অ্যান্ড্রয়েড অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান ডিও গ্লোবালের। এরমধ্যে অ্যাপগুলো অন্তত ৬০ কোটিবার ডাউনলোড হয়েছে। মূলত ম্যালওয়্যার ছড়িয়ে সাইবার হামলা করার আশঙ্কায় অ্যাপসগুলো প্লে স্টোর থেকে সরানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক গুগলের এক কর্মকর্তা বলেন, কী ধরনের ভাইরাস ছড়াচ্ছিলো বা ছড়ানোর চেষ্টা করেছে তা এখনো খতিয়ে দেখা হচ্ছে। তবে তারা যখনই দেখতে পেয়েছে সেটি নীতিমালা ভঙ্গ করছে, তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কাজ শুরু হয়েছে।

ডিও গ্লোবালের দাবি, সরিয়ে ফেলা ওই অ্যাপগুলোর ২৫ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। এছাড়াও অ্যাড প্লাটফর্মে অন্তত ৮০ কোটি ব্যবহারকারী রয়েছে।