আসছে ‘মিশন এক্সট্রিম’, গোপনেই ৮৫ ভাগ শুটিং সম্পূর্ণ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৪৪ এএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
ঢাকা অ্যাটাক’র পর আবারো ‘মিশন এক্সট্রিম’ শিরোনামের পুলিশ অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা নির্মাণ হচ্ছে। ছবিটির কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সানী সানোয়ার। তার সঙ্গে যৌথ ভাবে ছবিটি নির্মাণ করছেন ফয়সাল আহমেদ। গেল ২০ মার্চ ছবিটির শুটিং শুরু হয়ে ২৮ এপ্রিল পর্যন্ত ৮৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
সোমবার রাজধানীর হাতিরঝিল সংলগ্ন একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ছবিটির নায়ক আরেফিন শুভ, খল অভিনেতা তাসকিন রহমান, এই ছবির নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, মনোজ প্রামাণিক, ইমরান সদাগর, সুদীপ্তসহ ছবিটির কলাকুশলীরা।
এ সময় পরিচালক সানী সানোয়ার বলেন, রাজধানীর মিরপুর, উত্তরা ও গাজীপুরের বেশ কয়েকটি স্থানে টানা একমাস চলে ‘মিশন এক্সট্রিম’-এর শুটিং করেছি। ছবির অভিনয় শিল্পীরা ছাড়াও পুলিশ, বোমা নিষ্ক্রিয় দল ও বিশেষ বাহিনীর সদস্যরাও বিশাল এই ইউনিটে কাজ করেছেন। অনেকটা গোপনেই হয়েছে ছবিটির শুটিং।শুটিংয়ের ভিডিও বা ছবি তো দূরের কথা, এর শিল্পীদের পোশাকের ধরন প্রকাশ করতেও দেয়নি টিম। আর এভাবেই বাংলাদেশ অংশের পুরো দৃশ্যধারণ শেষ করেছে পুরো ইউনিট।
তিনি আরো বলেন, ছবির কাজটা আমরা খুব নিখুতভাবে করতে চেয়েছি। এটি নিয়ে কোন কিছু প্রকাশ করিনি এতদিন। এতে করে সবার কাজটার প্রতি একটা ডেডিকেশন থাকবে, পুরো মনযোগটা থাকবে কাজ নিয়ে। এতে টিমের স্পিরিটটা যেন বজায় থাকে। শুটিং শেষ করার আগে অন্যদিকে মনযোগ দিতে চাই নি। তাই এতদিন ছবিটি নিয়ে কিছু বলি নি। এরমধ্যে বাংলাদেশের অংশের কাজ শেষ হয়েছে, আর একটু শুটিং বাকি। সেটি হবে দেশের বাইরে। মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে।
ছবিটি আরেফিন শুভ বলেন, এই ছবিটার জন্য অনেক কষ্ট করেছি যেটা এর আগে করি নি। নিজের মধ্যে অনেক পরিবর্তন এনেছি। পুরো ফিট হয়েই ছবিটার কাজ শুরু করেছি। ছবিটা সম্পর্কে এখন তেমন কিছুই বলতে চাই না। যখন ছবিটা সবাই হলে দেখবে তখন বলতে পারবে আসলে আমরা কি করতে চেয়েছি বা কতটুকু করেছি। শুধু এটুকু বলতে চাই নিজেদের সেরাটা দিয়ে কাজটা করেছি।
ছবিটির আরেক অভিনেতা তাসকিন বললেন, ‘মিশন এক্সট্রিম’ কি হচ্ছে এটা পুরোটা স্ক্রিনে দেখলে বোঝা যাবে। এটা অনেক চ্যালেঞ্জের ব্যাপার ছিল। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি।
প্রথমবার বড় পর্দায় কাজের বিষয়ে ঐশী বলেন, মিশন এক্সট্রিমের গল্পে আত্মনির্ভরশীল এক কর্মজীবী নারীর চরিত্রে দেখা যাবে আমাকে। ঘটনাক্রমে পুলিশ বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে যাব। শুভ ভাইয়ার সঙ্গে সম্পর্ক হবে। নাচ, গান সবই করতে হবে আমাকে, নায়িকাদের যেমনটা করতে হয়।
তিনি আরো বলেন, আমি অভিনয় পারি না মোটেও। কয়েকদিন ধরে গ্রুমিং করেছি। খুঁটিনাটি অনেক কিছুই শিখতে পেরেছি। ছবিটিতে যারা অভিনয় করছেন প্রত্যেকেই অভিজ্ঞ, শুধু আমি ছাড়া। চেষ্টা করেছি নিজের সর্বোচ্চ দিয়ে চরিত্রটিকে ফুটিয়ে তুলতে। এজন্য সকলের কাছে দোয়া চাই।
সাদিয়া আন্দালিব নাবিলা বলেন, এ ছবিতে অভিনয়ের বিষয়ে অনেকদিন ধরে কথা হচ্ছিল। দেশে ফিরে বিষয়টি চূড়ান্ত করেছি। এটি আমার প্রথম বাংলা ছবি। মনের মতো একটি ছবিতে কাজ করতে পারছি। এ ছবিতে একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবো। আশা করি, দারুণ কিছু হবে। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই যেভাবে আমাদের ভালোবাসা দিয়ে যাচ্ছেন এই ভাবেই ভালোবাসা দিয়ে যাবেন।
নির্মাতা ফয়সাল আহমেদ বলেন, মিশন এক্সট্রিম ছবিতে প্রথমে নায়ক হিসেবে আরেফিন শুভ ও খল অভিনেতা হিসেবে তাসকিনকে নেয়ার পর এবার ঐশী ও নাবিলাকে যুক্ত করা হয়। এছাড়াও আরো অনেক গুণী অভিনেতারা কাজ করেছে। সবাই সবার সর্বোচ্চ দেয়ার চেষ্টা করেছি। আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। এই ছবিতে আমার উপর ভরসা রেখেছেন সেজন্য পুরো টিমকে ধন্যবাদ।