রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আমি সুবিধাটাই বেশি উপভোগ করেছি: ঐশী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪৫ এএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

শুরু থেকেই মিডিয়া আমাকে এত সুন্দরভাবে গ্রহণ করেছেন, যা আমার কাছে স্বপ্নের মতো। শুটিং ইউনিটেও এই বিষয়টি পেয়েছি। আর সবার ছোট হওয়ায় সবাই আমাকে আলাদাভাবে মূল্যায়ন করতেন। একেবারে বাচ্চার মতো সবাই দেখতেন। এর সুবিধা ও অসুবিধা দুটোই আছে। তবে আমি সুবিধাটাই বেশি উপভোগ করেছি। কথাগুলো বলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২১০৮'র মুকুট জয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী। 

ঐশী বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘মিশন এক্সট্রিম’ সিনেমায়। এই ছবির মাধ্যমেই ঢাকাই চলচ্চিত্রে নায়িকা হিসেবে নাম লিখিয়েছেন তিনি। সোমবার রাজধানীর গুলশানের এক‌টি রে‌স্তোরায় অনু‌ষ্ঠিত ‘মিশন এক্সট্রিম’ ছবির সংবাদ স‌ম্মেল‌নে এসব কথা জানান ঐশী। 

সংবাদ সংম্মেলনে ঐশী বলেন, ‘মিশন এক্সট্রিম’ আমার প্রথম সিনেমা। এর আগে আমার কাছে অনেক সিনেমার প্রস্তাব আসলেও আমি সে গুলো ফিরিয়ে দিয়েছি। সিনেমা সম্পর্কে তেমন কিছুই জানিনা। প্রথম দিকে মনে হয়েছিল আমি কোন ভুল করছি না তো, কিন্তু এই সিনেমাতে কাজ করে মনে হলো না আমি সঠিক কাজই করেছি।

তিনি বলেন, এই ছবিটিতে যারা অভিনয় করছেন প্রত্যেকেই অভিজ্ঞ, শুধু আমি ছাড়া। কাজ করতে গেলে ভুল হবেই। আমি চেষ্টা করেছি, ভুল-ত্রুটি এড়িয়ে চলতে এবং একজন নতুন শিল্পী হিসেবে টিমের সবাই মিলে বেশ সহযোগিতা করেছে। খুঁটিনাটি অনেক কিছুই শিখতে পেরেছি। রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে, আমরা চেষ্টা করছি দর্শকদের সুন্দর একটি ছবি উপহার দেয়ার। আমার বিশ্বাস, সব দর্শকই ছবিটি আনন্দের সঙ্গে গ্রহণ করবেন।

 

 

মূলত ‘মিশন এক্সট্রিম’ টিমের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেয়ার জন্যই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান ছবির পরিচালক সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এসময় আরো জানানো হয় এরই মধ্যে ছবিটির বাংরাদেশের অংশের শুটিং শেষ হয়েছে। এখন কিছু শুটিং বাকি আছে। যা মধ্যপ্রাচ্যর কোনো একটি দেশে করা হবে।

এই সংবাদ সংম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেতা আরিফিন শুভ, তাসকিন রহমান, অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, পরিচালক সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ, মনোজ প্রামাণিক, ইমরান সওদাগর, সৈয়দ হাসান ইমাম, ইরেশ জাকের, রাশেদ মামুন অপু, শামস সুমন, মাজনুন মিজান সহ অনেকে।

প্রসঙ্গত, ‘মিশন এক্সট্রিম’ ছবিটির কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সানী সানোয়ার। তার সঙ্গে যৌথ ভাবে ছবিটি  নির্মাণ করবেন ফয়সাল আহমেদ। গেল ২০ মার্চ ছবিটির শুটিং শুরু হয়ে ২৮ এপ্রিল পর্যন্ত প্রায় ৮৫ ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে। ‘কপ ক্রিয়েশন’র ব্যানারে বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ নির্মিত হচ্ছে।