মনের মতো একটি ছবিতে কাজ করছি: সাদিয়া নাবিলা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৪৬ এএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
ভাইয়ের ইচ্ছা আর বাবা-মায়ের চাওয়ায় পাড়ি জমান অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। সময়টা ছিল ২০১২ সাল। সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার তিন মাসের মাথায় উড়াল দেন। ভর্তি হন ইউনিভার্সিটি অব ক্যানবেরায়। তথ্যপ্রযুক্তি বিষয়ে স্নাতক করেন। বলছি সাদিয়া আন্দালিব নাবিলার কথা।
ছোটবেলা থেকে সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা নাবিলা অস্ট্রেলিয়া যাওয়ার পর যোগ দেন ক্যানবেরার ‘ভিক্টোরিয়াস মডেল এজেন্সি’তে। ২০১৪ সালের শেষের দিকে ‘ক্যানবেরা স্কুল অব বলিউড ড্যান্সিং’-এ যোগ দেন নাচের প্রশিক্ষক হিসেবে। ২০১৫ সালে ডাক পান হাউস মডেলস থেকে। এরপরের গল্পটা এগিয়ে যাবার।
অস্ট্রেলিয়ায় ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড ২০১৭’ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানার-আপ হন নাবিলা। আর ২০১৮ সালে ‘পারেশান পারিন্দা’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় তার। বর্তমানে কাজ করছেন দেশীয় শোবিজেও। বেশ কয়েকটি বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে কাজের পর এবার কাজ করছেন পুলিশ অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা ‘মিশন এক্সট্রিম’-এ।
গেল ২০ মার্চ এই ছবিটির শুটিং শুরু হয়। রাজধানীর মিরপুর, উত্তরা ও গাজীপুরের বেশ কয়েকটি স্থানে টানা একমাসেরও বেশি সময় চলে ‘মিশন এক্সট্রিম’-এর শুটিং। এরই মধ্যে প্রায় ৮৫ ভাগ শেষ ছবিটির কাজ। বাকি অংশের কাজ শিগগিরই দেশের বাহিরে শুরু হবে বলে জানান ছবির নির্মাতা সানী সানোয়ার। এই ছবিটির বিস্তারিত তুলে ধরতে সোমবার এক সংবাদ সংম্মেলনের আয়োজন করা হয়।
বাম পাশ থেকে সাদিয়া নাবিলা, আরেফিন শুভ, জান্নাতুল ফেরদৈাস ঐশী ও তাসকিন রহমান
সংবাদ সংম্মেলনে ছবিটির বিষয়ে সাদিয়া আন্দালিব নাবিলা বলেন, দেশের বাহিরে থাকা অবস্থায় ‘মিশন এক্সট্রিম’ ছবিতে অভিনয়ের বিষয়ে অনেকদিন ধরে কথা হচ্ছিল। চলতি বছরে দেশে ফিরে বিষয়টি চূড়ান্ত করেছি। এটি আমার প্রথম বাংলা ছবি। মনের মতো একটি ছবিতে কাজ করতে পারছি। এই ছবিতে আমাকে নেয়ার জন্য কৃতজ্ঞ ‘মিশন এক্সট্রিম’ টিমের কাছে। আমার চরিত্রটিও বেশ পছন্দ হয়েছে। এ ছবিতে একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবো। আশা করি, দারুণ কিছু হবে। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই যেভাবে আমাদের ভালোবাসা দিয়ে যাচ্ছেন এই ভাবেই ভালোবাসা দিয়ে যাবেন।
সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালিত এই ছবিতে নাবিলা ছাড়াও আরো অভিনয় করছেন আরেফিন শুভ, তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সুমীত সেন গুপ্তসহ অনেকে।
‘মিশন এক্সট্রিম’ টিমের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেয়ার জন্যই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে জানান ছবির পরিচালক সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এ সময় অভিনেতা আরিফিন শুভ, তাসকিন রহমান, অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, মনোজ প্রামাণিক, ইমরান সওদাগর, সৈয়দ হাসান ইমামসহ অনেকে উপস্থিত ছিলেন।