‘মিশন এক্সট্রিম’ নায়ক-নায়িকা-ভিলেনের ছবি নয়: শুভ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৪৮ এএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলারধর্মী ছবি ‘ঢাকা অ্যাটাক’। আবারো একই প্রতিষ্ঠান থেকে নির্মিত হচ্ছে পুলিশি অ্যাকশন থ্রিলার ছবি ‘মিশন এক্সট্রিম’। আগের কিস্তির মতো এবারো ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন আরেফিন শুভ। তিনি মনে করেন এই ছবিটি নায়ক, নায়িকা, ভিলেনের ছবি নয়। এর প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ।
এরইমধ্যে ছবির বেশীর ভাগ কাজই শেষ হয়েছে। সোমবার দুপুরে সংবাদমাধ্যমে মুখোমুখি হয় ‘মিশন এক্সট্রিম’ টিম। সেখানেই এসব কথা বলেন হালের এই চিত্রনায়ক।
এ সময় শুভ বলেন, ‘মিশন এক্সট্রিম’ নায়ক, নায়িকা, ভিলেনের ছবি নয়। এর প্রতিটি চরিত্র সমানভাবে গুরুত্বপূর্ণ। সেটা যেকোনো চরিত্রই হোক। এখানে লিড ক্যারেক্টার বলে কোনো কথা নেই। ছবি মুক্তির পর যারাই আছেন, তারাই আগামীদিনে কাজ করবেন।
এই ছবিটির চরিত্র ধারণের জন্য করেছেন কঠোর পরিশ্রম করতে হয়েছে এই নায়ককে। ছবিটিতে যুক্ত হওয়ার প্রসঙ্গে শুভ বলেন, প্রত্যেকটা কাজ আমার যে বিশ্বাসের জায়গা থেকে করি সেটা হলো, একটা ভালো কাজ হবে। দর্শকের ভালো লাগবে, ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাবে। এই ছবিটাও সেই বিশ্বাস থেকেই করা। তবে এটা ঠিক যে ‘মিশন এক্সট্রিম’ আমার ক্যারিয়ারের সবচেয়ে ফিজিক্যাল চ্যালেঞ্জের একটা কাজ। এর আগে এভাবে কাজ করা হয়নি।
তিনি আরো বলেন, এখানে যে চরিত্রটি করেছি এর কোনো রেফারেন্স ছিল না। জিরো গ্রাউন্ড থেকে ক্যারেকটার ডেভেলপ করতে হয়েছে। আমি যে সামনে থেকে দেখব এ ধরনের ফিজিক্যাল ট্রান্সফরমেশন কেউ করেছে আমাদের এখানে, সেটাও নেই। কারণ আমরা এভাবে ফিজিক্যাল লেবার দিয়ে অভ্যস্থ না।
তারকা বহুল ছবিটিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেতা বলেন, সিনেমা ঈদের নতুন পোশাকের মতো। আগেই যদি সব বলে দিই তাহলে আর আমেজটা থাকে না। দেশের বাইরে যদি তাকাই তাহলে তো আমরা সবাই বুঝতে পারি, ঠিক কী ধরনের প্রসেসের মধ্য দিয়ে শুটিং হয়। তবে এতোটুকু বলতে পারি, আমার ক্যারিয়ারে এত লম্বা আর্টিস্টের লিস্ট নিয়ে কখনো কাজ করিনি।
‘মিশন এক্সট্রিম’ ছবিটি নির্মাণ করছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। ছবিতে আরেফিন শুভ ছাড়াও আরো অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন আহমেদ, সাদিয়া নাবিলা, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুষমা সরকার, দীপু ইমাম, শতাব্দী ওয়াদুদ, আরেফ, মনোজ, সুমিত, ইমরান, সুদীপ্ত, নাজমুস সাকিব, তারিক আনাম খানসহ অনেকেই।
এই ছবিটি ছাড়াও আরেফিন শুভ বর্তমানে মৃত্যুপুরী, জ্যাম, সাপলুডু ছবির কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন। অন্যদিক, গেল ২২ ফেব্রুয়ারি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায় শুভর ছবি 'আহারে'। মুক্তির দশম সপ্তাহে এসে ১৪তম হ্যাবিট্যাট ফিল্ম ফেস্টিভ্যালে ডোমেস্টিক প্রিমিয়ার হবে ছবিটির। রঞ্জন ঘোষ পরিচালিত এই ছবিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।