রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছাগলনাইয়ায় অভিনেতা আনিসের দাফন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪৯ এএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

কৌতুক অভিনেতা আনিসুল হক আনিসকে সোমবার সন্ধ্যায় ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ বল্লভপুর গ্রামের বাড়িতে মা-বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। রোববার রাত ১১টায় ঢাকার টিকাটুলির বাসায় শক্তিমান এ অভিনেতা স্টোকে ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।

এরআগে সোমবার টিকাটুলি জামে মসজিদে সকাল নয়টায় প্রথম জানাযা ও বাদ মাগরিব ফেনীর ছাগলনাইয়ার বল্লভপুর জামে মসজিদ ও ঈদগাহ মাঠে ২য় জানাযা হয়। জানাযায় তার ছোট ভাই ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক উপ-মহাব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান বক্তব্য রাখেন।

অভিনেতা আনিস নোয়াখালীর আঞ্চলিক ভাষার ব্যবহারে বহু সিনেমা, নাটকে অভিনয় করে ষাটের দশক থেকে বাংলাদেশ ও ভারতের পশ্চিম বঙ্গ, ত্রিপুরাসহ কোটি দর্শকের মন মাতিয়েছেন। ১৯৬০ সালে ‘বিষকন্যা’ ছবিতে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। কিন্তু ছবিটি মুক্তি পায়নি। ১৯৬৩ সালে মুক্তি পায় জিল্লুর রহমান পরিচালিত তার প্রথম ছবি ‘এই তো জীবন’।