এয়ার অ্যাম্বুলেন্সে ত্রুটি, সিঙ্গাপুর নেয়া হয়নি সুবীর নন্দীকে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৫২ এএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হয়নি একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুবীর নন্দীকে।
সোমবার রাত ১২টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সামন্ত লাল জানান, সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, বিমান বন্দর থেকে সুবীর নন্দীকে আবার সিএমএইচে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয়ার কথাও জানানো হয়েছে।
এর আগে ডাক্তার সামন্ত লাল সেন রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সুবীর নন্দীর শারীরিক অবস্থার কথা অবহিত করেন। এসময় সুবীর নন্দীকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিতে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
পরে ওই হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি সম্পন্ন হয়। সুবীর নন্দীর সঙ্গে যাচ্ছেন তার মেয়ে ফাল্গুনি নন্দী। বাবা সুবীর নন্দীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন সুবীর নন্দী। ১২ এপ্রিল পরিবারের সবাই মিলে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যান। সেখানে একটি অনুষ্ঠান ছিল। ১৪ এপ্রিল ঢাকায় ফেরার ট্রেনে ওঠার জন্য বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে আসেন তারা। ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
ভাগ্যক্রমে সেখানে একজন চিকিৎসক থাকায় তার পরামর্শে সুবীর নন্দীকে নিয়ে তারা ঢাকার বিমানবন্দর স্টেশনে নেমে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত ১১টার দিকে তাকে দ্রুত সিএমএইচে নিয়ে যাওয়া হয়।