রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আসছে `বায়োগ্রাফি অব শাকিব খান`

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

আসছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বায়োগ্রাফি। 'বায়োগ্রাফি অব শাকিব খান' নামে এই অনুষ্ঠানে জানা যাবে শাকিব খানের চলচ্চিত্র জীবনের নানান ঘটনা। মৌসুমীর উপস্থাপনায় ঈদুল ফিতুরে এটিএন বাংলার দেখা যাবে এই অনুষ্ঠানটি।

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রিপন নাগ। পরিকল্পনা ও প্রযোজনা করেছেন আফতাব বিন তমিজ। তিনি জানান, এটি বেশ বড় একটি আয়োজন হতে যাচ্ছে। অনেক দিন আগে থেকেই এ আয়োজনটি নিয়ে পরিকল্পনা করেছি। সে ভাবনায় আমাদের দেশের দুই তারকা মৌসুমী ও শাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হয়।

অনুষ্ঠানের বিষয় জানার পর দু'জনই সম্মতি দেন। খুব শিগগির আমরা এ আয়োজনের দৃশ্যধারণ করব। এ আয়োজনে দর্শকের জন্য বেশ কিছু চমকও থাকবে, যা এখনই বলতে চাচ্ছি না। আশা করছি এটি সবার কাছে ভালো লাগবে।

জানা গেছে, শিগগির এটিএন বাংলার নিজস্ব স্টুডিওতে 'বায়োগ্রাফি অব শাকিব খান' এর দৃশ্যধারণ করা হবে। এ আয়োজনে শাকিব ছাড়াও বুবলী, ইমনসহ আরও কয়েকজন উপস্থিত থাকবেন।

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, দেখতে দেখতে চলচ্চিত্রে আমার পথচলার দুই দশক হলো। 'বায়োগ্রাফি অব শাকিব খান' নাম শুনেই বুঝতে পারছেন কেমন হবে এই আয়োজনটি। এতে আমার অভিনীত প্রথম ছবি সোহানুর রহমান সোহানের 'অনন্ত ভালোবাসা' থেকে আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা 'পাসওয়ার্ড' পর্যন্ত যে জীবন কাটিয়েছি তার কিছুটা তুলে ধরা হবে।

শাকিব খান আরও বলেন, মৌসুমী আপুর সঙ্গে চলচ্চিত্রে অভিনয় করলেও এবারই প্রথম তার উপস্থাপনায় অতিথি হচ্ছি, বেশ ভালো লাগছে। আশা করছি দর্শকরা এই আয়োজনটি বেশ উপভোগ করবেন।

মৌসুমী বলেন, আমার আর শাকিবের চলচ্চিত্রযাত্রা শুরু হয়েছিল সোহানুর রহমান সোহানের হাত ধরেই। এমন আয়োজনে অংশ নিতে পেরে নিজেও বেশ আনন্দিত। এ আয়োজনটি নিয়ে আমি বেশ আশাবাদী।