শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবার জঙ্গিবিরোধী অভিযান "ব্লক রেইড" শুরু গ্রেপ্তার ৩৯

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৩ এএম, ৩ মে ২০১৯ শুক্রবার

জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার প্রতিটি থানায় স্পেশাল ব্লক রেইড অভিযান চালিয়েছে  জেলা পুলিশ ।

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে বুধবার (১ মার্চ) বিকেল ৩টা থেকে বৃহস্পতিবার (২ মার্চ) ভোর ৫টা পর্যন্ত ব্লক রেইড অভিযান পরিচালিত হয়।অভিযানে মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত ৩৯ জনের মধ্যে রূপগঞ্জ ও বন্দর থানা এলাকায় মোট ২৩ জন ও অন্যান্য থানায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাসহ মাদক ও জুয়া আইনে ৩০ টি মামলা দায়ের করা হয়।

 গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা, ২ গ্রাম হিরোইন ও ৮০০ গ্রাম গাজা এবং ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

 

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ জানান,  ১ মে থেকে শুরু হওয়া জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার প্রতিটি থানায় এলাকায় স্পেশাল ব্লকরেইড অভিযান অব্যাহত থাকবে। জেলার প্রতিটি থানার অফিসার ইনচার্জদেরকে (ওসি) হওয়া স্পেশাল ব্লক রেইড অভিযান জোরালো করার নির্দেশ প্রদান করেছেন তিনি।