শিডিউল ফাঁসালেন পূজা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৫১ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার
ঢাকাই চলচ্চিত্রের এই সময়ের চিত্রনায়িকা পূজা চেরি। শিশু শিল্পী থেকে নায়িকা হয়ে কয়েকটি ছবি দিয়ে এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন পূজা। অভিনয়ে প্রশংসিত হলেও তার মধ্যে অপেশাদার মনোভাব পাওয়া গেছে। আরটিভির ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডে উপলক্ষে ‘নির্ভিক সম্মাননা ২০১৯’ অনুষ্ঠানে শিডিউল ফাঁসিয়েছেন বলে পূজার বিরুদ্ধে অভিযোগ করেন অনুষ্টানটির প্রযোজক শাহ আমির খসরু।
আমির খসরু বলেন, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডে’ উপলক্ষে ‘নির্ভিক সম্মাননা ২০১৯’ শিরোনামের একটি অনুষ্ঠান আরটিভি প্রচার করবে। এই অনুষ্ঠানটির আজকে শুটিং। গত মাসের ২০ তারিখে আমাদের অনুষ্ঠানের রেকর্ডিং ডেট ফাইনাল হয়। অনুষ্ঠানের একটি গানের মডেলিং করার জন্য কোরিওগ্রাফার তানজিলের সঙ্গে আমাদের কথা হয়। তিনি পূজা চেরির সঙ্গে কথা বলেন। অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত বলেন। পূজা চেরি শিডিউল নিয়ে অঙ্গীকারবদ্ধ হন।
পূজা চেরির শিডিউল প্রসঙ্গে আমির খসরু বলেন, আরটিভির পক্ষ থেকে পূজার সঙ্গে আমি কথা বলি। পেমেন্ট বিষয়ে কথা বলে তার শিডিউল ফাইনাল করি। এরপর বেশ কয়েকবার তার সঙ্গে কথা হয়। বারবার তাকে অনুষ্ঠানের বিষয়ে স্মরণ করাই। গত পরশু গত মঙ্গলবার রাত আটটায় পূজা আমাকে কল করে। আমি কাজে ব্যস্ত ছিলাম। পরে রাত নয়টায় কল ব্যাক করি। পূজা জানতে চান আমার নাচ কখন, আমি বলেছি রাত ৮টা অথবা ৮টা ৩০ মিনিটের দিকে আপনার নাচ শেষ হবে। আপনি নয়টা পর্যন্ত হাতে সময় নিয়ে আসবেন প্লিজ। তখন পূজা বললেন, রাত ৮টায় আমার অন্যখানে শুটিং আছে। সেখানে আমায় ৮টার আগে পৌঁছাতে হবে। ৭টার দিকে রওয়ানা দিতে হবে। আমি বললাম, আমাদের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায়। তাহলে তো অনুষ্ঠান করা সম্ভব হবে না।
আগেই পূজা তার দুই শিডিউল বিষয়ে জানিয়েছিলেন কি-না জিজ্ঞেস করলে আমির খসরু বলেন, ‘আমি মোবাইল ফোনে তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি আমার সঙ্গে শিডিউল কনফার্ম করে একই সময়ে কিভাবে শিডিউল নিলেন? উনি বললেন, ইত্যাদির শুটিং আছে।’
আমির খসরু আরো বলেন, আমি পূজাকে দ্রুত সিদ্ধান্ত নেয়ার জন্য বললাম। তাকে এও বললাম আমাদের কেউ যেন ক্ষতিগ্রস্ত না হই সে চেষ্টা করেন। তার জন্য শিডিউল এগিয়ে আনলাম। তার সঙ্গে কথা হলো। তিনি বুধবার আবারো শিডিউল ফাইনাল করলেন, নাচের প্রাকটিসের জন্য তানজিলের স্টুডিওতে গেলেন। স্টুডিওতে যেয়ে জানান, নাচের থিম ভালো লাগছে না। তখন তাকে বলেছি, আপনার থিম অনুযায়ী হবে। আপনার মতামতই ফাইনাল। তিনিও রাজি হন। ওই কথা শেষ কথা। পরবর্তীতে তানজিল জানান, পূজা স্টুডিও থেকে চলে গেছেন। অনুষ্ঠানটি করবেন না। তখন তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার সঙ্গে ভিন্ন মাধ্যমেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এই অভিযোগের ভিত্তিতে পূজাকে কল দেয়া হলে তা রিসিভ করেন পূজার মা। তিনি বলেন, পূজা কোনো ধরনের শিডিউল ফাসায়নি। অনুষ্ঠানটি পূজার পছন্দ হয়নি তাই করবে না। আর আগে থেকে আরো একটি অফনুষ্ঠানের শিডিউল দেয়া ছিলো তাই দুটো এক সময়ে শুটিং করাও সম্ভব না। তাই গেল মঙ্গলবারই এই অনুষ্ঠানটি পূজা করবে বলে জানিয়ে দেয়া হয়।
এদিকে কোরিওগ্রাফার তানজিল আলম বলেন, পূজার শিডিউল দেয়া ছিলো আরটিভির অনুষ্ঠানটির জন্য। পরে সে জানান আরো একটি অনুষ্ঠানে একই সময় শিডিউল দেয়া আছে। যার ফলে আরটিভির অনুষ্ঠানটিতে অংশ নিবেন না। পরবর্তীতে অনুষ্ঠান কর্তৃপক্ষ সময় এগিয়ে আনলে পূজা আবারো রাজী হয়, কিন্তু গতকাল নাচের রিয়ারসেলে এসে জানান কনসেপ্ট তার পছন্দ না তাই আর এই অনুষ্ঠানটি করবে না।