শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেষ হলো ক্লিক ইদ ফ্যাশন ২০১৯

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার

শেষ হলো চট্টগ্রাম থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত লাইফস্টাইল অ্যান্ড বিজনেস ম্যাগাজিন ক্লিকের ইদ ফ্যাশন-২০১৯।

নগরীর শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার সন্ধ্যায় গান, নাচ, ফ্যাশন শো’র মধ্য দিয়ে শেষ হয় আয়োজনটি। নতুন ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা সৃষ্টি করতে প্রতি বছর রমজানের আগে এ আয়োজন করে ক্লিক ম্যাগাজিন।

এ সময় উপস্থিত ছিলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো.শামসুল আলম, চট্টগ্রাম বিটিভির জিএম নিতাই কুমার ভট্টাচার্য, চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল এসপি (অপরাধ) মাহমুদা বেগম, ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, ক্লিক ম্যাগাজিনের প্রধান সম্পাদক নিয়াজ মোর্শেদ এলিট, সহকারী সম্পাদক আরাফাত রূপক প্রমুখ।

প্রকৌশলী মো.শামসুল আলম, বলেন, পোশাকে শিল্প ও নান্দনিকতায় বাঙালির খ্যাতি আজও বিশ্বজোড়া। ক্লিক ম্যাগাজিনের এ আয়োজন পোশাক খাত ও ফ্যাশন শিল্পের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে।

ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী বলেন, বিশ্বের সবচেয়ে মিহি সুতার শিল্প সম্ভার রয়েছে আমাদের। তবুও বিদেশি পোশাকে বাজার ভরে ওঠে। এতে দেশি উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হয়।

ক্লিক ম্যাগাজিনের সম্পাদক জালালউদ্দিন সাগর বলেন, ‘পোশাকে অশ্লীলতা নয়, চাই নান্দনিকতা ছোঁয়া’ স্লোগান ধারণ করে চার বছর ধরে চট্টগ্রামের পোশাক শিল্প নিয়ে কাজ করছে ক্লিক ম্যাগাজিন। একইসঙ্গে নতুন উদ্যোক্তা ও ডিজাইনারদের ক্রেতাদের কাছাকাছি পৌছে দিতে নানা উদ্যোগ নেয়া হয়েছে।