প্রয়োজনে এটিএমকে দেশের বাইরে নিতে প্রস্তুত সরকার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:১০ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার
ঢালিউডের কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান আসুস্থ। রাজধানীর আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। তার উন্নত চিকিৎসার প্রয়োজনে যদি দেশের বাইরে নেয়ার দরকার হয়, তবে সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রী দুজনেই। বুধবার আজগর আলী হাসপাতালে এটিএমকে দেখতে গিয়ে এ কথা বলেন তথ্যমন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রী।
তবে এই মুহূর্তে এটিএম শামসুজ্জামানকে দেশের বাইরে নেয়ার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন তার ছোট ভাই সেলিম। এটিএমের চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, ডাক্তাররা জানিয়েছেন, ধীরে ধীরে ঔষুধগুলো কাজ করছে, তাই একটু সময় লাগবে। এই মুহূর্তে তাকে অন্যকোথাও শিফট করলে হিতের বিপরিত কিছু ঘটে যেতে পারে।
সেলিম আরো বলেন, এটিএম ভাই বর্তমানে যাদের অধীনে আজগর আলী হাসপাতালে ভর্তি আছেন, তারা আজকে ফাইনাল রিপোর্ট দিয়েছেন। সেখানে বলা হয়েছে, এটিএম ভাইয়ের নিউমোনিয়া। তারা সাধ্যমত নিউমোনিয়া সারাতে ঔষুধ দিচ্ছেন। যেগুলো খুব ধীরে ধীরে কাজ করছে। একটু ভালো না হলে তাকে এখান থেকে অন্যকোথাও শিফট করানো যাবে না।
এটিএমের ছোট ভাই জানান, বুধবার আজগর আলী হাসপাতালে দুই মন্ত্রী আসার পর বৃহস্পতিবার সকালে সাড়ে এগারোটার দিকে বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসকরাও এটিএম শামসুজ্জামানের অবস্থা জানতে এসে ছিলেন। তারা তাদের মতো করে পরীক্ষা নিরীক্ষা করেছেন।
এ বিষয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের মেডিসিন ও বক্ষব্যাধি বিভাগের চিকিৎসকে আজকে সকালে এটিএম ভাইকে দেখতে এসেছিলেন। ভাইয়ের লাঞ্চ, ফুসফুসে কোনো সমস্যা আছে কিনা পরীক্ষার জন্য তারা ব্লাড নিয়ে গেছেন। শুক্রবার তারা রিপোর্ট দেবেন।
গত ২৬ এপ্রিল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এটিএম শামসুজ্জামান। মল-মূত্র বন্ধ হয়ে যায়। শ্বাসকষ্ট শুরু হয়। সেদিন রাত এগারোটার দিকে তাকে ভর্তি করা হয় রাজধানীর গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে। শনিবার দুপুরে প্রায় তিন ঘণ্টার অপারেশন শেষে পর্যবেক্ষণে রাখা হয় এটিএম শামসুজ্জামানকে। এরপর অবস্থার আরো অবনতি হবে লাইফ সাপোর্টে রাখা হয় কিংবদন্তি এই অভিনেতাকে।