‘রিকশা গার্ল’ বাংলায় ‘নাইমার রঙ’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:২৮ পিএম, ৪ মে ২০১৯ শনিবার
গুণী নির্মাতা অমিতাভ রেজা দ্বিতীয় চলচ্চিতত্রের নাম পরিবর্তন করা হয়েছে। প্রথমে চলচ্চিত্রটির নাম ‘রিকশা গার্ল’ রাখা হয়েছিলো। কিন্তু বাংলা চলচ্চিত্র ইংরেজি নামের আপত্তির কারণে চলচ্চিত্রটির নাম পরিবর্তন করেছেন পরিচালক। বাংলা নাম দিয়েছেন ‘নাইমার রঙ’।
এ প্রসঙ্গে নির্মাতা অমিতাভ রেজা জানান, আপাতত আমার ‘রিকশা গার্ল’ ছবির বাংলা নাম রাখা হয়েছে ‘নাইমার রঙ’। কারণ আমাদেরকে জানালো হলো ইংরেজি নাম বাংলাদেশে সেন্সর হয় না। তাই আমরা এ ছবির ইংরেজি নামটা পরিবর্তন করেছি। পাশাপাশি ইংরেজিতে ‘রিকশা গার্ল’ নামটিও থাকছে। তবে এ চলচ্চিত্রটির সেন্সর হবে বাংলা নামেই।
‘নাইমার রঙ’র কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন অভিনয়শিল্পী নভেরা রহমান। গত মাসের মাঝামাঝিতে রাজধানীর বাইরে টানা আট দিন শুট করেছেন বলে জানান নির্মাতা। শিগগির আবার ঢাকায় শুটিংয়ে যাবেন বলে জানান অমিতাভ রেজা।
২০০৭ সালে ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের বেস্টসেলার উপন্যাস ‘রিকশা গার্ল’ এর ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে ‘নাইমার রঙ’ নামের ছবিটি। উপন্যাসটিকে চিত্রনাট্যে রূপান্তর করেন আলোচিত টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’র লেখক দলের অন্যতম সদস্য বাংলাদেশি শর্বরী জোহরা আহমেদ। এই কাজে তার সঙ্গে ছিলেন নাফিজ আমিন।