রমজানে আসছে না নতুন সিনেমা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ৪ মে ২০১৯ শনিবার
আবারো বছর ঘুরে দরজায় কড়া নাড়ছে আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস পবিত্র মাহে রমজান। এ সময় মুসলিম উম্মাহ পুরো এক মাস রোজা পালন ও ইবাদাত বন্দেগীতে মগ্ন থাকেন। তাই এই মাসে সাপ্তাহিক সিনেমা মুক্তির প্রক্রিয়া বন্ধ রাখা হয়। এবারো তার ব্যতিক্রম হবে না। আসছে মাহে রমজানেও কোনো নতুন সিনেমা মুক্তি পাচ্ছে না।
তবে এসময় পূর্বে মুক্তি প্রাপ্ত ছবি প্রদর্শনে বাঁধা নেই। অনান্য বছর রমজানের এক সপ্তাহ আগে থেকে ছবি মুক্তি দেয়া বন্ধ হলেও এবার সেটা হয়েছে প্রায় পনের দিন আগে থেকেই। রমজানের প্রায় দুই সপ্তাহ আগেই ছবির সঙ্কটে বন্ধ রাখা হয়েছে রাজধানীর মধুমিতা ও বলাকা সিনে ওয়ার্ল্ড। তবে ঈদের আগেই আবারো খোলা হবে হল দুটি।
এছাড়াও উপ-শহর, উপজেলা আর বিভাগীয় শহরের প্রায় শতাধিক প্রেক্ষাগৃহও এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। রোজার মাসে জেলা শহরগুলোতে ৫০ থেকে ৬০টি হল খোলা থাকতে পারে বলে এই মুহুর্তে ধারণা করা হচ্ছে। এসব হলে পুরাতন ছবিই প্রদর্শিত হবে। তবে ঈদ এলেই পুনয়ায় খুলে দেয়া হবে সব হল গুলো।