শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

এয়ারগান চ্যাম্পিয়নশিপে দেশ সেরা নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৬ এএম, ৫ মে ২০১৯ রোববার

নবম জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি পদক জিতে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব। আর রানার্সআপ হয়েছে আর্মি শুটিং অ্যাসোসিয়েশন। তবে সবাইকে অবাক করে পদক বঞ্চিত হয়েছেন দেশ সেরা শুটার আবদুল্লাহ হেল বাকী।


এদিকে দেশের হয়ে বড় আসরে খেলার স্বপ্ন দেখছেন স্বর্ণপদক জেতা তরুন শুটাররা। আর বাছাই করা শুটারদের নিয়ে দীর্ঘ মেয়াদি ক্যাম্পের কথা জানিয়েছেন ফেডারেশন মহাসচিব ইন্তেখাবুল হামিদ। রাইফেল হাতে শুটারদের নিশানা ভেদ করার লক্ষ্য। নবম এয়ারগান চ্যাম্পিয়নশিপের শেষ দিনে পদক জয়ের লড়াই। সবার মাঝে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়। তবে সবাইকে পেছনে ফেলে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের শুটাররা সাফল্যের স্বপ্নচূড়ায়। সব মিলিয়ে ক্লাবটির তরুণদের জয়জয়কার।


গুলশানের শুটিং ক্লাবে অনুষ্ঠিত এয়ার রাইফেল পুরুষ জুনিয়র লড়াইয়ে ২৪৩ দশমিক ৮ পয়েন্ট নিয়ে স্বর্ণপদক জিতে নেন মোহাম্মদ রবিউল ইসলাম। জাতীয় পর্যায়ে প্রথম পদক জয় এই তরুণ শুটারকে স্বপ্ন দেখাচ্ছে বড় কিছুর। রবিউলের মতো সাফল্য পেয়েছে একই ক্লাবের শুটার রিসালাতুল ইসলাম। এয়ার রাইফেল পুরুষ সিনিয়র বিভাগে ২৪৬ দশমিক ১ পয়েন্ট নিয়ে স্বর্ণপদক জিতেছেন রিসালাতুল। ক্লাবের হয়ে টানা দ্বিতীয়বারের মতো জাতীয় পর্যায়ে স্বর্ণ জিতলেন এই শুটার। তাই এবার লক্ষ্যটা সাফল্যের ধারাবাহিকতা আন্তর্জাতিক সার্কিটেও নিয়ে যাওয়া।


এদিন পুরুষ সিনিয়র বিভাগের ফাইনালে সবচেয়ে বড় অঘটন ঘটেছে। ২০৪ পয়েন্ট নিয়ে মাঝপথ থেকে বিদায় নেন দেশ সেরা শুটার আবদুল্লাহ হেল বাকী। যা হতাশ করেছে উপস্থিত সবাইকে। প্রতিযোগিতা শেষে সংসদ সদস্য নাহিম রাজ্জাক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল, যুগ্ম সম্পাদক ফারুক বিন ইউসুফ পাপ্পু ও কার্যকরী সদস্য সোহেল আক্তার সোহান উপস্থিত ছিলেন।


এদিকে, টুর্নামেন্টে নবীনদের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট ফেডারেশন। পদক জেতা শুটারদের নিয়ে দীর্ঘ মেয়াদি ক্যাম্পের কথা জানালেন মহাসচিব ইন্তেখাবুল হামিদ।