চলতি মাসেই নুসরাত হত্যা মামলার চার্জশীটঃ পিবিআই
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৩০ এএম, ৫ মে ২০১৯ রোববার
চলতি মাসেই ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার চার্জশীট দাখিল করা হবে বলে জানিয়েছেন পুলিশ ব্যরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার। শনিবার দুপুরে এফডিসিতে 'ডিবেট ফর ডেমোক্র্যাসি' কর্তৃক আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পিবিআই প্রধান বলেন, "কিছু কাগজপত্র তৈরি করে চলতি মাসের যেকোনও দিন ১৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দেওয়া হবে"।
তবে সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে করা আইসিটি মামলার তদন্ত শেষ হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানান বনজ কুমার মজুমদার। এ প্রসঙ্গে তিনি বলেন, "আদালতে সময়ের আবেদন করা হয়েছে। ওসি ও এসআইয়ের মোবাইল দু’টি জব্দ করেছে তদন্ত দল। আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের সুপারিশ করবে তারা"।
উল্লেখ্য, গত ২৭ মার্চ আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে মামলা করেন তার মা। ওই মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দী হন অভিযুক্ত সিরাজ। এতে খুব্ধ হয়ে অধ্যক্ষ সিরাজের টাকা দিয়ে পোষা অনুসারীরা নুসরাতের শরীরে আগুন দিয়ে হত্যা চেষ্টা চালায়। গুরুতর আহত অবস্থায় অগ্নিদগ্ধ নুসরাতকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ১০ এপ্রিল রাত সাড়ে ৯ টায় নুসরাত মৃত্যুর কোলে ঢলে পড়েন।