শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদের পর আবার শুরু হচ্ছে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২৪ এএম, ৫ মে ২০১৯ রোববার

শরৎচন্দ্রের চারটি উপন্যাসের ১৫টি চরিত্র নিয়ে নির্মাণ হচ্ছেন চলচ্চিত্র ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’। আরিফুর জামান আরিফের পরিচালনায় এই চলচ্চিত্রে শরৎচন্দ্রের ভুমিকায় অভিনয় করছেন গুণী অভিনেতা গাজী রাকায়েত। বেশ কয়েক মাস বিরতি দিয়ে রমজান তথা ঈদের পরে আবার শুরু হবে চলচ্চিত্রটির কাজ। বিষয়টি ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন পরিচালক আরিফ।

তিনি বলেন, গত বছরের এপ্রিলে শুরু হয়েছিল ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ চলচ্চিত্রের কাজ। এপর্যন্ত চলচ্চিত্রটির ৫০ভাগের বেশি কাজ শেষ হয়েছে। গানের দৃশ্য ধারণ ব্যাতীত আর ৬দিনে শুটিং বাকি রয়েছে। 

তিনি আরো বলেন,‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ চলচ্চিত্রে থাকছে সাতটি গান। গানগুলো লিখছেন রাষ্ট্রীয় পুরষ্কার প্রাপ্ত গীতিকার মোঃ রফিকুজ্জামান এবং সঙ্গীত পরিচালনা করছেন আলী আকরাম শুভ। গত বছর কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও সুবীর নন্দী দুটি গানে কণ্ঠ দিয়েছেন। বাকি গানগুলো লেখা ও রেকর্ডিংয়ের কাজ চলছে। আগামী ঈদের পরেই আবার চলচ্চিত্রটির দৃশ্য ধারণের কাজ শুরু হবে। 

গত বছরের এপ্রিলে শুরু হয়েছিল ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ চলচ্চিত্রের কাজ। এতে দেবদাস ও পার্বতী চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও পপি। রাজলক্ষী চরিত্রে মৌসুমি হামিদ, গহর চরিত্রে আনিসুর রহমান মিলন, কমল লতা চরিত্রে প্রকৃতি, ইন্দ্রনাথ চরিত্রে আমিন শাহ, অচলা চরিত্রে তমা মির্জা, মহিম চরিত্রে নিরব এবং সুরেশ চরিত্রে শিশির আহমেদ।

এছাড়া বড়দিদি উপন্যাসের নায়িকা বড়দিদি (মাধবী দেবী) চরিত্রে মঞ্চ অভিনেত্রী তামান্না সম্পা ও সুরেন্দ্র চরিত্রে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান অভিনয় করছেন।