নির্বাচনী প্রচারণায় নামলেন সোনাক্ষী সিনহা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:২৫ এএম, ৫ মে ২০১৯ রোববার
এবার নির্বাচনী প্রচারণায় নামলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। শুক্রবার বিকালে উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে একটি রোড শো’য়ে অংশ নিতে দেখা যায় বলিউডি অভিনেত্রী সোনাক্ষী-কে। তবে নিজে রাজনীতিতে যোগ দেন নি। এবারের লোকসভা নির্বাচনে নায়িকার মা-বাবা দু'জনেই প্রার্থী হয়েছেন। তবে মায়ের জন্যই প্রথম প্রচারণায় নামলেন নায়িকা।
এবারের লোকসভা নির্বাচনে ভারতের লখনউ লোকসভা কেন্দ্রের সমাজবাদী পার্টি (সপা) প্রার্থী হয়েছে সোনাক্ষীর মা পুনম সিনহা। শুক্রবার মায়ের নির্বাচনী প্রচারণায় সোনাক্ষীর সঙ্গে ছিলেন তার ভাই খুশ সিনহা এবং সপার সাংসদ ডিম্পল যাদব। মায়ের সাথেই কখনো হাত নেড়ে, আবার কখনো হাত জোড় করে সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করেন। এ সময় সোনাক্ষীর পরণে ছিল সাদা-নীল লেহেঙ্গা, চোখে রোদ-চশমা।
লখনউ লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনটি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রায় ৬ কিলোমিটার পথ প্রদক্ষিণ করে এই রোড শো। সোনাক্ষীকে দেখতে রাস্তার দুই ধারে উৎসাহী মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।
মায়ের হয়ে প্রচারণায় অংশ নিতে এদিন সকালেই লখনউ এসে পৌঁছন সোনাক্ষী। সেখান থেকে গোমতী নগর এক্সটেনশনে সপা দলের প্রধান অখিলেশ যাদবের বাসায় যান সোনাক্ষী। অখিলেশ ও তার স্ত্রী ডিম্পল ও পরিবারের অন্য সদস্যদের সাথে বেশ কিছুক্ষণ বৈঠক করেন। এরপর বিকালে হজরতগঞ্জে পোস্ট অফিসের কাছ থেকে শুরু হওয়া রোড শো’য়ে অংশ নেন সোনাক্ষী।
তবে মা’এর হয়ে প্রচারণায় অংশ নিলেও এখনও পর্যন্ত বাবা শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচারণায় অংশ নিতে দেখা যায়নি তাকে। সম্প্রতি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন শত্রুঘ্ন। বিহারের পাটনা সাহিব কেন্দ্র থেকে শত্রুঘ্নকে প্রার্থীও করেছে তার দল। যদিও ট্যুইট করে বাবার প্রতি তার সমর্থন জানিয়েছেন ‘দাবাং' অভিনেত্রী। এখন দেখার পালা বাবার জন্য নির্বাচনী প্রচারে কবে অংশ নেন এই নায়িকা।
লখনউ লোকসভা কেন্দ্রে সোনাক্ষীর মা পুনমের সঙ্গে লড়াই করছেন হেভিওয়েট প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস প্রার্থী আচার্য প্রমোদ কৃষ্ণম। এই ক্রেন্দ্রটি উত্তরপ্রদেশের বিজেপির সবচেয়ে শক্ত ঘাঁটি বলে পরিচিত।তাই একজোট হয়ে লড়াই করছে সপা-বসপা-রাষ্ট্রীয় লোকতান্ত্রিক দল। আগামী ৬ মে পঞ্চম পর্বে এই কেন্দ্রে ভোট গ্রহণ। আর ভোট গণনা আগামী ২৩ মে।