শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্দায় আসছে ‘ফার্মগেট’র আড্ডা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২৬ এএম, ৫ মে ২০১৯ রোববার

ঢাকার ব্যস্ততম এলাকা ফার্মগেট। নানা শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারের ভিড়ে এখানে জমে ওঠে মজার সব আড্ডা, চলে সকাল থেকে রাত অবধি। ফার্মগেটের সেই আড্ডাকে ঘিরে নির্মিত হচ্ছে নাটক ‘ফার্মগেট’। দয়াল সাহার রচনায় এটি নির্মাণ করছেন তপু খান। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌ‌সিফ মাহবুব ও তান‌জিন তিশা।

 

 

নাটকটি প্রসঙ্গে নির্মাতা তপু খান বলেন, ‘ফার্মগেট’ এলাকা সম্পর্কে সবার কমবেশি জানা আছে। এখানে অসংখ্য স্কুল, কলেজ ও ভার্সিটি আছে। সঙ্গে পাল্লা দিয়ে গড়ে উঠেছে অসংখ্য কোচিং সেন্টারও। এই এলাকাটি দিনের বেশির ভাগ সময় ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখরিত থাকে। এই এলাকার গল্পই উঠে আসবে ‘ফার্মগেট’ নাটকে। এর সঙ্গে দর্শকদের জন্য একটি বার্তা দেয়ার চেষ্টা করছি। 

 

 

সম্প্রতি ফার্মগেট ও উত্তরার বিভিন্ন স্থানে নাটকের দৃশ্যধারণ করা হয়েছে। নাটকে তৌ‌সিফ মাহবুব ও তান‌জিন তিশা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরণ্য জিয়া, সিয়াম না‌সির, আবদুল্লাহ্ রানা, সাদমান প্রত্যয়, স্মরন সাহা, পিন্টু, রিতু, ফারহানা প্রিয়া'সহ অনেকে। 

নির্মাতা সুত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরে ‘ফার্মগেট’ নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে।