রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রমজান উপলক্ষে মূল্যছাড়ের প্রতিযোগিতা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩৪ এএম, ৫ মে ২০১৯ রোববার

মুসলিম উম্মাহর দ্বার প্রান্তে এসে গেছে রহমত, বরকত ও মাগফেরাতের মাস রমজানুল মুবারক। 

মহিমান্বিত এ মাসকে স্বাগত জানাতে আরব-আমিরাতে এখন থেকেই শুরু হয়ে গেছে নিত্যপণ্যে বিশেষ মূল্যছাড়ের প্রতিযোগিতা। ব্যবসায়ীরা যেন পাল্লা দিয়ে মূল্যছাড় ঘোষণা করছেন।

 

                                                                                 ছবি: সংগৃহীত

অধিকাংশ বড় বড় মার্কেট, সুপারশপ, খাদ্য ও নিত্যপণ্যের দোকানগুলোতে লাগানো হয়েছে বিশেষ মূল্যছাড় সম্পর্কিত নানা রকম পোস্টার। মসজিদগুলোতেও নামাজের পর মুসল্লিরা বেরিয়ে যাওয়ার সময় তাদের হাতে ধরিয়ে দেয়া হচ্ছে এ সংক্রান্ত হ্যান্ডবিল।

 

মুসল্লিদের হাতে মূল্যছাড়ের হ্যান্ডবিল

 

এ যেন আল্লাহর নৈকট্য অর্জনের প্রতিযোগিতা। রমজানে ভালো কাজের কয়েকগুন প্রতিদান পেতে এই অপূর্ব সুযোগ হারাতে চাচ্ছেন না তারা।

অথচ প্রতি রমজানে বাংলাদেশে এর বিপরীত চিত্র দৃশ্যমান। রমজান মাস আসার আগেই নিত্যপণ্যের দাম সহনীয় মাত্রা ছাড়িয়ে যায়। 

সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের প্রতি বারবার তাগিদ দিয়েও নিয়ন্ত্রণ সম্ভবপর হয় না।