কান উৎসবে বাংলাদেশের রীতি!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৩১ পিএম, ৫ মে ২০১৯ রোববার
ফ্রান্সের উপকূলীয় শহর কানে প্রতিবারের মতো এবার আয়োজিত হতে যাচ্ছে কান চলচ্চিত্র উৎসব। আর এ উৎসবে এবার বিচারকের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের চলচ্চিত্রকর্মী সাদিয়া খালিদ রীতি।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের (ফিপরেস্কি) বিচারক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি। এবারের কান উৎসবের ৭২তম আসরে নির্বাচিত ছবিগুলো দেখে তিনি সেরা ছবি নির্বাচনের গুরু দায়িত্ব পালন করবেন।
বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাসম্পন্ন এই উৎসব শুরু হবে আগামী ১৪ই মে থেকে। বাংলাদেশ ছাড়াও এবার ফিপরেস্কির বিচারক প্যানেলে আছেন ফ্রান্সের দুইজন আর পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও ইসরাইলের একজন করে চলচ্চিত্র সমালোচক।
সাদিয়া খালিদ রীতির পড়াশোনা ছিলো ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলেসে। ফিপরেস্কির বাংলাদেশ শাখা ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (আইএফসিএবি) ২০১৪ সাল থেকেই সক্রিয় তিনি।
চলচ্চিত্র সমালোচক হিসেবে অনেক লেখা রয়েছে রীতির। পাশাপাশি তিনি ইউল্যাব, পাঠশালা, শিল্পকলা ও বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে (বিসিটিআই) ফিল্ম বিষয়ে পড়ান তিনি।
এছাড়া, গেল বছর থেকেই বিচারক হিসেবে বেশকিছু উৎসবে অংশ নেন রীতি। এর মধ্যে উল্লেখযোগ্য ইতালির রিলিজিয়ন টুডে, ভারতের শিলিগুড়ি শর্টস অ্যান্ড ডকুমেন্টারি, নেপালের হিউম্যান রাইটস, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রভৃতি।