তিনদিন পর প্রাণ ফিরলো নারায়ণগঞ্জ নদীবন্দরে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২৬ পিএম, ৫ মে ২০১৯ রোববার
এতে করে আবার প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম নদীবন্দর নারায়ণগঞ্জ নদীবন্দরে। কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালে বেড়েছে যাত্রীদের ভীড়। ঘূর্ণিঝড় ফনির প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্ঘটনা আশঙ্কায় গত ২ মে থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ নদীবন্দর থেকে যাত্রীবাহী লঞ্চ, বাল্কহেড ও তেলের ট্যাংকারসহ সব ধরনের ভারী নৌ-যান চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
এর কারণে ওই পাঁচটি অঞ্চল থেকে আসা অনেক যাত্রী নারায়ণগঞ্জে আটকা পড়েন। তবে আবহাওয়া স্বাভাবিক অবস্থায় ফিরে আসার কারনে আজ রবিবার সকাল ছয়টার পর থেকে পুনরায় এসব রুটে যাত্রীবাহি লঞ্চ চলাচল শুরু হলে স্বস্তি ফিরে আসে যাত্রীদের মধ্যে।
বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদীবন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক বাবু লাল বৈদ্য জানিয়েছেন, ঘূর্ণিঝড় ফনি মোকাবেলায় কেন্দ্রীয় কার্যালয় থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত ২ মে থেকে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রেখে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছিল।
তিনি জানান, আজ সকাল ছয়টা থেকে পুনরায় লঞ্চ চলাচলের অনুমতি দেয়া হয়েছে। অন্যান্য দিনের মতো স্বাভাবিক নিয়মে সব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে।