মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১   ০১ জমাদিউস সানি ১৪৪৬

রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:১৮ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোমবার পারটেক্স টিস্যু কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে মঞ্জুরুল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

উপজেলার তারাব পৌরসভার কর্নগোপ এলাকায় ঘটে এ ঘটনা। এসময় আহত হয়েছে কমপক্ষে ১২ জন শ্রমিক। প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট তাদের উদ্ধার করে।

রূপগঞ্জ থানার এসআই মঞ্জুর রহমান বলেন, সোমবার সকালে কর্নগোপ এলাকায় পারটেক্স টিস্যু কারখানায় নির্মাণাধীন একতলা ভবনের ছাদ নির্মাণের কাজ শুরু করে শ্রমিকরা। বেলা সাড়ে ১১ টার দিকে হঠাৎ নির্মাণাধীন ছাদ ধসে এর নিচে চাপা পড়ে নিহত হয় নির্মাণ শ্রমিক মঞ্জুরুল ইসলাম। সে লালমনিরহাটের পাটগ্রামের মমিনপুর এলাকার মহরউদ্দিনের ছেলে।

 

আহত হয়েছে নির্মাণ শ্রমিক জাহাঙ্গীর আলম, নাজমুল, অনন্ত চন্দ্র দাস, বাবুল চন্দ্র দাস, হরেশ চন্দ্র দাস. প্রদাংসু, বিশ্বজিৎ চন্দ্র দাস, তপর চন্দ্র দাস, মিঠু চন্দ্র দাস, মোস্তফা মিয়া, নুরুল ইসলামসহ ১২ জন।

খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে নিহত মঞ্জুরুল ইসলামের মরদেহসহ বাকিদের উদ্ধার করেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন।

ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, নির্মাণাধীন ভবনের ছাদ নির্মাণ কাজের ত্রুটির কারণে এ দূর্ঘটনা ঘটেছে।

রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান বলেন, দ্রুত ফায়ার সার্ভিসের দল না আসলে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল। আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।