আবারো সৃজিতের নির্দেশনায় জয়া!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ৫ মে ২০১৯ রোববার
এপার-ওপার দুই বাংলায় জনপ্রিয় সব ছবিতে অভিনয় করে সবচেয়ে আকর্ষণীয়া পাত্রী হয়ে উঠেছেন জয়া আহসান। আগামী ১০ মে কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘কণ্ঠ’। সিনেমাটির প্রচারে বেশ ব্যস্ত জয়া। এই সিনেমা মুক্তির কয়েকদিন আগে আরো একটি নতুন খবর শোবিজে ভেসে বেড়াচ্ছে। নতুন খবর হচ্ছে সিনেমার পর এবার সৃজিত মুখার্জির ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান।
তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। জানা গেছে, লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন রচিত 'রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি' থ্রিলার উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজ নির্মাণের পরিকল্পনা করেছে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান টিভিওয়ালা মিডিয়া। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি চলতি বছরের ফেব্রুয়ারিতে উপন্যাসটির স্বত্ব কিনেও নিয়েছে। এই ওয়েব সিরিজটি নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। সে জন্য তিনি টিভিওয়ালা মিডিয়ার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগও করেছেন। যদিও সৃজিতের এই প্রস্তাবের বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি টিভিওয়ালা মিডিয়া।
যদিও সৃজিত মুখার্জির বিষয়টি নিয়ে বলেছেন, ওয়েব সিরিজটির বিষয়ে কথাবার্তা চলছে। তবে এখনো বিষয়টি প্রাথমিক স্তরে আছে। সময়মতো সব জানানো হবে।
'রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মুশকান জুবেরী। এ চরিত্রে অভিনয়ের জন্য দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের কথা ভাবা হচ্ছে বলে জানা যায়।
ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব আসেনি বলে উল্লেখ করে জয়া বলেন, আমার সঙ্গে সরাসরি কারো এ বিষয়ে কথা হয়নি। প্রস্তাব পেলে হয়ত ভেবে দেখব।
এদিকে, ‘বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপ’ এর ব্যান্ড অ্যাম্বাসেডের হিসেবেও কাজ করছেন জয়া। ভারতীয় একটি সংবাদ মাধ্যমে জয়া জানিয়েছেন, খেলাধুলা বিষয়ক একটি চলচ্চিত্র নির্মাণ করতে চান তিনি। এ বিষয়ে জয়া বলেন, ফুটবল ইভেন্টের সঙ্গে যুক্ত হয়ে আমার অনেক কিছু উপলব্ধি হয়েছে। ঠিক করেছি, যদি সামনে সুযোগ হয়, একটা খেলা বিষয়ক চলচ্চিত্র নির্মাণ করবো। যেখানে নারীদের উঠে আসার গল্প থাকবে।