বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জঙ্গি জিয়ার সম্পত্তি ক্রোকের নির্দেশ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২১ এএম, ৬ মে ২০১৯ সোমবার

জঙ্গি সৈয়দ জিয়াউল হকের সম্পত্তি ও মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। তিনি অভিজিৎ রায় হত্যাকাণ্ডে অভিযুক্ত পলাতক আসামি।

রোববার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান পলাতক জিয়াসহ দুই আসামির সম্পত্তি ও মালামাল ক্রোকের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইবুনালের সেরেস্তা সহকারী (দাফতরিক কর্মকর্তা) রুহুল আমিন। তিনি বলেন, ক্রোকের এবং বিজ্ঞপ্তি প্রকাশে আইনে এক মাস সময় নির্ধারণ করা আছে। যে জন্য তারিখ এগিয়ে আনা সম্ভব হয়নি। তবে মামলার তারিখ দ্রুত পড়বে।

বিচারক আগামী ১৩ জুন মামলার কার্যক্রমের পরবর্তী তারিখ রেখেছেন বলে জানান রুহুল।

পলাতক অন্য আসামি হলেন আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান ওরফে হাসিবুল ওরফে আব্দুল্লাহ।

পলাতক জিয়া জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রধান বলে গোয়েন্দা কর্মকর্তাদের দাবি। ২০১৬ সালে গুলশান হামলার পর তাকে ধরিয়ে দিতে ২০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা হয়েছিল।

চার বছর আগে জিয়ার নির্দেশেই জঙ্গিরা বইমেলার বাইরে লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করেছিল বলে ওই হত্যামামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

মামলার ছয় আসামির মধ্যে জিয়াসহ দুজন পলাতক। পুলিশ অভিযোগপত্র দেয়ার পর গত ১১ এপ্রিল ওই দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল।